বার্সেলোনায় যুবদলের সদস্য সংগ্রহ কর্মসূচি ও মতবিনিময় সভা

বার্সেলোনায় যুবদলের সদস্য সংগ্রহ কর্মসূচি ও মতবিনিময় সভা

সংগৃহীত

স্পেনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বার্সেলোনা শাখার উদ্যোগে সদস্য সংগ্রহ কর্মসূচি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২১ আগস্ট বার্সেলোনার হোটেল সুনটেল সেন্ট্রালের হল রুমে আয়োজিত এ কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রহিম উদ্দিন। 

যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এসএম মিল্টন সরকারের সভাপতিত্বে এবং যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সোহেল আহম্মেদ, বার্সেলোনার যুবদলের নেতা ফয়সাল আহমেদ ও ইফতেখার হোসেন কাসেমের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় স্থানীয় যুবদলের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভায় বক্তারা যুবদলকে গতিশীল সংগঠনে পরিণত করার লক্ষ্যে স্পেনের দক্ষিণ অঞ্চল নিয়ে 'বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্পেন দক্ষিণ শাখা' গঠন করার জোর দাবি জানান।  

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল কাতালোনিয়া শাখার সভাপতি শফিউল আলম শফি, জাতীয়তাবাদী দল স্পেনের সিনিয়র সহ সভাপতি হেমায়েত খান, সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন, সিনিয়র যুগ্ম সম্পাদক আবু জাফর রাসেল, জাতীয়তাবাদী দল কাতালোনিয়ার সাধারণ সম্পাদক আজমান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক তুতিউর রহমান, প্রচার সম্পাদক এম লায়েবুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক হারুন রশীদ, যুবদল কাতালোনিয়ার সাবেক সভাপতি শফিক খান, জাতীয়তাবাদী দল শান্তা কলোমার সাধারণ সম্পাদক মামুন রহমান, সিনিয়র সহ সভাপতি জিয়াউল হক মুন্নাফ, বিএনপি নেতা শিপলু আহমেদ নিয়াজী, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ স্পেনের উপদেষ্টা খালেদুর রহমান চৌধুরী, জাতীয়তাবাদী দল কাতালোনিয়ার অর্থ সম্পাদক আবু শাহীন, জাতীয়তাবাদী দল শান্তা কলোমার যুগ্ম সম্পাদক সাজ্জাদ ছালু, সাবেক প্রচার সম্পাদক শামসুল ইসলাম, বিএনপি নেতা ফরহাদ মীর রাজন, যুবদল নেতা সালাম আহমেদ চৌধুরী, জনি আহমেদ খান, আব্দুল বাসিত, সিপার আহমদ, স্বেচ্ছাসেবক দল স্পেনের সভাপতি সিপার আহমদ, স্বেচ্ছাসেবক দল স্পেন দক্ষিণের যুগ্ম আহ্বায়ক রেদওয়ান হোসেন, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ স্পেনের সভাপতি হামিদ রুহেল প্রমূখ ।

সভাশেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন বিএনপি কাতালোনিয়া শাখার সভাপতি শফিউল আলম শফি। পরে যুবদলে যোগদান করতে ইচ্ছুকরা  অতিথিদের কাছ থেকে সংগঠনের সদস্য ফরম সংগ্রহ করেন।