কুষ্টিয়ায় নার্সিং ইনষ্টিটিউটের ছাত্রী হত্যাকান্ডে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন

কুষ্টিয়ায় নার্সিং ইনষ্টিটিউটের ছাত্রী হত্যাকান্ডে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন

কুষ্টিয়ায় নার্সিং ইনষ্টিটিউটের ছাত্রী হত্যাকান্ডে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন

কুষ্টিয়ায় নার্সিং ইনষ্টিটিউটের ১ম বর্ষের ছাত্রী জান্নাতুল ফেরদৌস তুলি (২১) কে হত্যার অভিযোগ এনে বিচারের দাবিতে মানববন্ধন করেছেন পরিবারের স্বজনসহ এলাকাবাসীরা। আজ বেলা ১১টায় কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু মুর‌্যালের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে সহপাঠিসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষেরা মানববন্ধনে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয় বহুদিনের সম্পর্ক থাকায় নাসিং ইনষ্টিটিউটের ১ম বর্ষের ছাত্রী জান্নাতুল ফেরদৌস তুলিকে গত ২৩ আগষ্ট সকালের দিকে মোবাইলে ফোনে ডেকে আনে এ্যাডভোকেট মাহামুদুল হাসান সুমনের কুষ্টিয়াশহরস্থ মজমপুরের ভাড়া কৃত ফ্ল্যাটে। পরে তাকে শারীরিকভাবে নির্যাতন করার পর কৌশলে তাকে শ্বাসরোধ করে হত্যার পর সিলিং ফ্যানে ঝুলিয়ে আত্মহত্যা করেছে বলে অপ্রচার চালায় এ্যাডভোকেট মাহামুদুল হাসান সুমনসহ তার পরিবার।

 চতুর্থ তলা থেকে জান্নাতুল ফেরদৌস তুলির মরদেহটি নামানোর সময় ছিল না মহিলা পুলিশ, সিসি টিভি ফুটেজ দেখে ক্ষোভ প্রকাশ করেন নিহতের পরিবারের স্বজনেরা এবং ঘটনার দিনই রাতে নিহত ঐ ছাত্রীর মা বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় নাম উল্লেখ করে ৫জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। মাননবন্ধন শেষে জড়িদেরকে দ্রুত ভাবে গ্রেপ্তার ও সুষ্ঠ ও নিরপেক্ষ বিচারের দাবীতে কুষ্টিয়া জেলা প্রশাসক এহতেশাম রেজা নিকট একটি স্মারক লিপি প্রদান করেন।

উল্লেখ্য যে, কুষ্টিয়ায় নাসিং ইনষ্টিটিউটের ১ম বর্ষের ছাত্রী জান্নাতুল ফেরদৌস তুলি (২১) নামে একজন এ্যাডভোকেট মাহামুদুল হাসান সুমনের ভাড়া কৃত ফ্ল্যাট থেকে একটি মরদেহ উদ্ধার করে পুলিশ।