৭ কলেজ শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত

৭ কলেজ শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত

৭ কলেজ শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি ৭ কলেজ শিক্ষার্থীদের সিজিপিএ শিথিল করে তিন বিষয় পর্যন্ত মানোন্নয়ন পরীক্ষার মাধ্যমে পরবর্তী বর্ষে প্রমোশনের এক দফা দাবি কর্তৃপক্ষ মেনে নিয়েছেন বলে জানিয়েছেন আন্দোলনের সমন্বয়ক ও ঢাকা কলেজ শিক্ষার্থী শাহরিয়ার মাহমুদ অপু।

রোববার রাজধানীর নীলক্ষেত মোড়ে গণমাধ্যমকর্মীদের এই তথ্য জানান তিনি। একইসঙ্গে তারা সড়ক ছেড়ে চলে যান। এতে সড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

উল্লেখ্য, এক দফা দাবিতে রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করে ঢাকার ৭ কলেজের শিক্ষার্থীরা। রোববার দুপুর ১২টার দিকে জড়ো হয়ে তারা বিক্ষোভ শুরু করেন। শিক্ষার্থীদের অবরোধের ফলে আজিমপুর থেকে সায়েন্স ল্যাব অভিমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।