ফেসবুককে কাজে লাগাতে বললেন আওয়ামী লীগ নেতা

ফেসবুককে কাজে লাগাতে বললেন আওয়ামী লীগ নেতা

সংগৃহিত ছবি।

বিএনপির নেতাকর্মীরা ফেসবুকে সক্রিয় উল্লেখ করে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান বলেন, ‘আমরাও ফেসবুকে সরকারের উন্নয়নের বিভিন্ন পোস্ট দেবো এবং সেসব পোস্ট সবাই লাইক করবো।’

রোববার (২৭ আগস্ট) আদাবর থানা আওয়ামী লীগ আয়োজিত শোক দিবসের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগের এ নেতা বলেন, বিএনপির নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরকারের বিরুদ্ধে অপপ্রচার করে, তারা ফেসবুকে সক্রিয়। আমাদেরও ফেসবুক রয়েছে, আমরাও আমাদের ফেসবুককে কাজে লাগাতে হবে। ফেসবুকে সরকারের উন্নয়নমূলক বিভিন্ন চিত্র পোস্ট করতে হবে। বাকিরা যখন সেসব পোস্ট করবে সেসব পোস্টে লাইক দিতে হবে।

 

তিনি আরও বলেন, বিএনপির নেতা কে? বিএনপি চালায় কে? কেউ বলতে পারে না। খালেদা জিয়া শারীরিকভাবে অচল, রাজনৈতিকভাবে অচল, তারেক জিয়া দণ্ডপ্রাপ্ত আসামি। তিনিও নির্বাচন করতে পারবেন না। তাহলে বিএনপিকে নেতৃত্ব দেবে কে

?বজলুর বলেন, আর ৪ মাস ৪ দিন বাকি আছে, এই চার মাস রাজপথে থাকবো, সমাবেশ করবো। বিএনপিকে মোকাবিলা করবো। যদি কেউ আগুন দিতে চায় সেই হাত আমরা জ্বালিয়ে দেবো, যদি কেউ লাঠি দিয়ে হামলা করতে চায় সেই লাঠি আমরা ভেঙে দিবো, সেই হাত আমরা ভেঙে দিবো।

 

অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, নির্বাচন ডিসেম্বরের শেষ সপ্তাহে হবে, নির্বাচন কারো জন্য অপেক্ষা করবে না। নির্বাচনকে যদি কেউ প্রতিহত করতে আসে তবে তাদের কঠোরভাবে দমন করা হবে।

 

বিএনপি অস্ত্র মজুদ করছে নির্বাচনকে বানচাল করার জন্য জানিয়ে তিনি বলেন, শুধু স্লোগান দিলে হবে না, সতর্ক সেনার দায়িত্ব পালন করতে হবে। কোথায় ওরা ক্যু করছে, কোথায় অস্ত্র এনে মজুদ করছে সেই বিষয়ে সতর্ক থাকতে হবে।

নানক বলেন, নির্বাচন প্রতিরোধের নামে বাস পুড়িয়েছে বিএনপি, রেল লাইন জ্বালিয়ে পুরো দেশে অরাজকতা করেছে তারা। যেই হাত আগুন দিতে আসবে সেই হাত পুড়িয়ে দেয়া হবে, যেই হাত আঘাত করতে আসবে সেই হাত ভেঙে দেয়া হবে।