ফেলে যাওয়া বস্তায় পাওয়া গেল ৪ লাখ ৩০ হাজার পিস ইয়াবা!

ফেলে যাওয়া বস্তায় পাওয়া গেল ৪ লাখ ৩০ হাজার পিস ইয়াবা!

ছবিঃ সংগৃহীত।

কক্সবাজারের টেকনাফে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি টেকনাফ-২ ব্যাটালিয়নের সদস্যরা অভিযান চালিয়ে ৪ লাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছেন। তবে ওই অভিযানে মাদক কারবারিদের কাউকে আটক করতে পারেনি বিজিবি।

রোববার (২৭ আগস্ট) দুপুরে গণমাধ্যম পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন টেকনাফ-২ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ। তিনি জানান, বিজিবি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে শনিবার রাতে নাজিরপাড়া বিওপির আলুগোলা মাঝেরকাঠি এলাকা দিয়ে ইয়াবার একটি বড় চালান মিয়ানমার হতে বাংলাদেশে পাচার হতে পারে। এ তথ্যের ভিত্তিতে বিজিবি সদস্যরা ওই এলাকায় অবস্থান নেন। এ সময় বিজিবি টহল দল ৬ জনকে ৪টি প্লাস্টিকের ব্যাগ কাঁধে নিয়ে নাফ নদী পার হয়ে সীমান্তের শূন্য লাইন হতে আলুগোলা মাঝেরকাঠি এলাকায় আসতে দেখে।

তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাদের বিজিবি চ্যালেঞ্জ করে। পরে টহল দলের উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যাওয়ার সময় তাদের কাঁধে থাকা ব্যাগগুলো ফেলে নাফ নদী দিয়ে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়। পরবর্তীতে টহল দল তল্লাশি অভিযান পরিচালনা করে চোরাকারবারিদের ফেলে যাওয়া ৪টি প্লাস্টিকের ব্যাগ উদ্ধার করে ব্যাগের ভিতর হতে ৪ লাখ ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট (মালিকবিহীন অবস্থায়) উদ্ধার করে।

তিনি আরও জানান, চোরাকারবারিদের শনাক্ত করার জন্য অত্র ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।