সোমালিয়ায় ১৩ জঙ্গিকে হত্যার দাবি যুক্তরাষ্ট্রের

সোমালিয়ায় ১৩ জঙ্গিকে হত্যার দাবি যুক্তরাষ্ট্রের

সংগৃহীত

সোমালিয়ায় সরকার ও মিত্র বাহিনী যৌথ অভিযান চালিয়ে আল শাবাব জঙ্গি গোষ্ঠীকে দেশটির কেন্দ্রীয় অংশগুলো থেকে হটিয়ে দিলেও রাজধানী মোগাদিশুসহ বিভিন্ন এলাকায় বড় ধরনের হামলা চালানো অব্যাহত রেখেছিল।

এর প্রেক্ষিতে ওই জঙ্গি গোষ্ঠীকে দমন করতে বিমান হামলা চালিয়ে ১৩ যোদ্ধাকে হত্যার দাবি করেছে যুক্তরাষ্ট্র। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রোববার যুক্তরাষ্ট্রের আফ্রিকা কমান্ড (আফ্রিকম) জানিয়েছে, সোমালিয়া সরকারের অনুরোধে শনিবার সেইয়েরা শহরের কাছে আল কায়েদার সঙ্গে সম্পর্কিত গোষ্ঠী আল শাবাবের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে তারা।

এক বিবৃতিতে আফ্রিকম জানায়, গত ২৬ আগস্ট ভোররাতে আল শাবাবের সঙ্গে লড়াইরত সোমালি সেনাবাহিনীর সমর্থনে সম্মিলিত আত্মরক্ষার বিমান হামলাটি চালানো হয়। সোমালি সেনাবাহিনীর সঙ্গে কার্যরত যুক্তরাষ্ট্রের আফ্রিকা কমান্ডের প্রাথমিক মূল্যায়ন হচ্ছে, এ বিমান হামলায় আল শাবাবের ১৩ যোদ্ধা নিহত হয়েছে এবং কোনো বেসামরিক আহত বা নিহত হয়নি।

এর আগে শুক্রবার সোমালি সেনাবাহিনী ও মিত্র যোদ্ধারা দেশটির মধ্যাঞ্চলে আল শাবাবের প্রধান ঘাঁটি এল বুর দখল করে নিয়েছে।