কেরু কোম্পানির দূষিত বর্জ্য পানির পাইপ ফেটে প্লাবিত, দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী

কেরু কোম্পানির দূষিত বর্জ্য পানির পাইপ ফেটে প্লাবিত, দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী

ছবিঃ সংগৃহীত।

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা পুরাতন বাজার হিন্দুপাড়ায় বাংলাদেশের সবচেয়ে বড় চিনিকল কেরুর কোম্পানির দূষিত বর্জ্য পানি প্রবাহিত পাইপ ফেটে গেছে। প্রায় গত ২ মাস আগে পাইপ ফেটে দূষিত বর্জ্য প্লাবিত হয়ে বর্জ্যের দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছে এলাকাবাসী। ছোট শিশু ও সাধারণ মানুষের মধ্যে বাড়ছে শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগ ব্যাধি। জমাট বদ্ধ বর্জ্যের মধ্যে প্রচুর মশা মাছি পোকা মাকর তৈরি হচ্ছে।

স্থানীয়রা জানায়, দর্শনা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পুরাতন বাজার হিন্দুপাড়ায় প্রায় পাঁচ শতাধিক হিন্দু সম্প্রদায় মানুষের বসবাস । দীর্ঘদিন ধরে দর্শনা কেরু এন্ড কোম্পানির মিলের বর্জ্য পাইপের মাধ্যমে মাথাভাঙ্গা নদীতে ফেলে আসছে। দীর্ঘদিনের পুরাতন পাইপ হওয়ায় গত কয়েক বছর ধরে মাঝে মাঝে পায়ে ভেঙ্গে বর্জ্য বের হয়ে হিন্দু পড়াই প্লাবিত হয়। বর্জ্য প্লাবিত হলে শুরু কর্তৃপক্ষের জানালে দায়সারা ভাবে কোনরকম ময়লা আবর্জনা বস্তা দিয়ে ঢেকে রাখে। স্থায়ীভাবে এই পাইপ সংস্করণের গ্রহণ করেনা কেরু এন্ড কোম্পানি কর্তৃপক্ষ। গত ২ মাস আগে দর্শনা পুরাতন বাজার হিন্দু পাড়া ও রেল লাইনের ওই পারে পাইপ ভেঙ্গে পড়ে। দূষিত বর্জ্য পনিতে প্লাবিত হয়ে বর্জ্যের দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছে। ছোট বড়দের মধ্যে বাড়ছে শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগ ব্যাধি। জমাট বদ্ধ বর্জ্যের মধ্যে মশা মাছি পোকা মকর তৈরি হচ্ছে। শিশু কিশোর ছাত্রছাত্রীদের লেখাপড়ায় বিঘ্ন ঘটছে। দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য দর্শনা পৌরসভা ও কেরু কোম্পানি কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছে স্থানীয়।

এ ঘটনায় দর্শনা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাব্বির হোসেন মিকা বলেন, হিন্দুপাড়া পাইপ ভেঙ্গে বর্জ্য পানিতে প্লাবিত হওয়া দীর্ঘদিনের সমস্যা। কেরু কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি। তারা বলেছে লোক পাঠিয়ে দেখবে।

এ বিষয়ে দর্শনা পৌরসভার মেয়র আতিয়ার রহমান হাবু বলেন,আমার কাছে তো কেউ এ ঘটনা বলেনি।আমি তোমার কাছে শুনলাম। আমি এখনই দ্রুত এই বিষয়টি ঠিক করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

এ ব্যাপারে দর্শনা কেরু এন্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোঃ মোশারফ হোসেন বলেন, আমি এখনই ওইখানে লোক পাঠাচ্ছি। যত দ্রুত সম্ভব এগুলো ঠিক করার জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে।