গাজীপুরে মৎস্যজীবী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

গাজীপুরে মৎস্যজীবী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

ছবিঃ সংগৃহীত।

গাজীপুর মহানগর মৎস্যজীবী লীগের উদ্যোগে সোমবার (২৮ আগস্ট) গাজীপুর সিটি করপোরেশনের ৩২ নং ওয়ার্ড জাঝর এলাকার বিশ্বরোড সংলগ্ন মাঠে ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ পরিবারের সকল শহীদের স্মরণে এবং ২১ আগস্ট গ্রেনেট হামলায় নিহত শহীদদের রুহের মাগফিরাত কামনা করে আলোচনা সভা দোয়া ও মিলাদ মাহফিল গণভোজের আয়োজন করা হয়েছে।

গাজীপুর মহানগর মৎস্যজীবী লীগের সভাপতি এম আসাদুল কবীরের সভাপতিত্বে এবং বাসন থানা মৎস্যজীবী লীগের সভাপতি সুলতান আহমেদ মন্ডলের পরিচালনায় শোক ও স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর ২ আসনের সংসদ সদস্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল এমপি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউল্লাহ মন্ডল। গাজীপুর মহানগর আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোঃ শহিদুল্লাহ মিয়া, সাবেক সদস্য শামীম আহম্মেদ, গাছা থানা আওয়ামী লীগের সভাপতি এডঃ মহিউদ্দিন আহম্মেদ, সাধারণ সম্পাদক হাজী মোঃ আহসান হাবিব আদম আলী,গাজীপুর সিটি করপোরেশনের ৩৫ নংওয়ার্ড কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন মন্ডল, ৩২ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রফিকুল ইসলাম, গাজীপুর কাঁচামাল অর্ধার মালিক গ্রুপের সভাপতি আব্দুস সোবাহান, গাজীপুর মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম দীপ, গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান সরকার বাবু, শেখ মোস্তাক আহমেদ কাজল,গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোঃ শহিদুল্লাহ, গাছা থানা আওয়ামী লীগ নেতা লিটন মোল্লা, মশিউর রহমান মশি,কাজী মাহবুবুর রহমান স্বপন, গাছা থানা কৃষক লীগের সভাপতি শাহজালাল তরুণ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিটন,সাংগঠনিক সম্পাদক রাশেদ খোরশেদী, যুবলীগের সভাপতি প্রার্থী মোঃ ইসমাইল হোসেন, গাছা থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী মোঃ শফিকুল ইসলাম সফিক, হাজী শাহিন খান,আব্দুল হালীম খান,আমজাদ হোসেন,মোঃ শাহ আলম,ইকবাল হোসেন নীরব, যুবলীগ নেতা এম এম সোহেল রানা, ডাঃ মোঃ কাজী শরিফ, ছাত্রলীগ নেতা দ্বীন মোহাম্মদ নিরব, শাহাজাদা সেলিম লিটন প্রমুখ।

আলোচনা সভার শেষে সকল শহীদদের স্মারণে দোয়া ও মিলাদ মাহফিল গণভোজের আয়োজন করা হয়েছে।