মধ্যরাতে ডাবের আড়তে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা

মধ্যরাতে ডাবের আড়তে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা

সংগৃহীত

রাজধানীর কারওয়ান বাজারের ডাবের আড়তে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার অধিদপ্তর। এ সময় বিভিন্ন অভিযোগে দুই আড়তদারকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার দিবাগত মধ্যরাতে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের এ অভিযান চালায়। অভিযানে ডাবের দাম বেশি রাখা, মূল্য, ক্রয় ও বিক্রয়য়ের রশিদ না থাকায় দুই আড়তদার এ জরিমানা করা হয়।

এর আগে অস্বাভাবিকভাবে ডাবের দাম বাড়ায় বাজার নিয়ন্ত্রণে এরইমধ্যে পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।