কঙ্গোতে শান্তিরক্ষা মিশনবিরোধী বিক্ষোভে নিহত ৭

কঙ্গোতে শান্তিরক্ষা মিশনবিরোধী বিক্ষোভে নিহত ৭

সংগৃহীত

মধ্য আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআর কঙ্গো) জাতিসংঘ শান্তিরক্ষা মিশনবিরোধী সহিংস বিক্ষোভের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৭ জন নিহত হয়েছেন। বুধবার দেশটির পূর্বাঞ্চলীয় শহর গোমায় এ ঘটনা ঘটে। খবর আল-জাজিরার।

কঙ্গোর সেনাবাহিনীর বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, বুধবার পূর্ব কঙ্গোলিজ শহর গোমায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশন এবং অন্যান্য বিদেশি সংস্থার বিরুদ্ধে আয়োজিত বিক্ষোভে সহিংসতা ছড়িয়ে পড়লে অন্তত ছয়জন বিক্ষোভকারী এবং একজন পুলিশ সদস্য নিহত হয়েছেন।

কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনটি মনুস্কো নামে পরিচিত। জাতিসংঘের এই মিশনের বিরুদ্ধে অভিযোগ, তারা সশস্ত্র গোষ্ঠীগুলোর সহিংসতার বিরুদ্ধে বেসামরিক নাগরিকদের রক্ষা করতে ব্যর্থ হয়েছে। রয়টার্স বলছে, ২০২২ সাল থেকে জাতিসংঘের মনুস্কো মিশন দেশটির নাগরিকদের প্রতিবাদের সম্মুখীন হয়েছে।