চট্টগ্রামে জাল নোট চক্রের দুই সদস্য গ্রেফতার

চট্টগ্রামে জাল নোট চক্রের দুই সদস্য গ্রেফতার

প্রতীকী ছবি

চট্টগ্রামে জাল নোট চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (দক্ষিণ) পুলিশ। তিন লাখ টাকা মূল্যমানের জাল নোট ও জাল নোট তৈরির মেশিন জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার নগরীর স্টেশন রোডের হোটেল সৈকত এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, শহীদুল হক চৌধুরী শাহীন (৩৫) ও গিয়াস উদ্দিন (২৭)।

মহানগর গোয়েন্দা (উত্তর দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার নিহাদ আদনান তাইয়ান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন লাখ টাকা মূল্যমানের জাল নোটসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী সময়ে আইস ফ্যাক্টরি রোডের শফি সুপার মার্কেটের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাট থেকে জাল নোট তৈরির একটি প্রিন্টার মেশিন জব্দ করা হয়েছে।

তিনি বলেন, জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, দীর্ঘদিন যাবত জাল নোট প্রস্তুত পূর্বক সাধারণ জনগণের কাছে তা আসল হিসেবে ব্যবহার করে আসছিল এবং স্থানীয় অন্যান্য জাল নোট ব্যবসায়ীদের কাছে জাল নোট সরবরাহ করে আসছিল। এ ছাড়াও তারা এ জাল নোট ইয়াবা ক্রয়-বিক্রয়ে ব্যবহার করে থাকেন। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।