ঢাকায় করোনাক্রান্ত কমলেও বেড়েছে চট্টগ্রামে

ঢাকায় করোনাক্রান্ত কমলেও বেড়েছে চট্টগ্রামে

ছবিঃ সংগ্রহীত

মাত্র ৬৭ দিনের ব্যবধানে আজ শুক্রবার পর্যন্ত দেশে এখন করোনা ভাইরাস বা কোভিড-১৯ এ আক্রান্ত ২০ হাজার ৬৫ জন। আক্রান্তের দিক থেকে দেশে অন্যান্য বিভাগের চেয়ে ঢাকা বিভাগ সবচেয়ে এগিয়ে থাকলেও সেই অবস্থার উন্নিতি হচ্ছে। এ বিভাগে আক্রান্ত ৮০ শতাংশের নিচে নেমে এসেছে। অন্যদিকে চট্টগ্রাম বিভাগে আক্রান্তের সংখ্যা বাড়ছে। এখন আক্রান্তদের ৮ দশমিক ৪৭ শতাংশ চট্টগ্রাম বিভাগে।

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা প্রতিদিনকার স্বাস্থ্য বুলিটিনে আজ বলেন, ‘ঢাকা মহানগরী ও এ বিভাগের জেলাগুলোয় করোনায় আক্রান্তে শতকরা হার একটু কমেছে। এর শতকরা হার ৮০ শতাংশের নিচে নেমেছে। আক্রান্তদের ৭৯ দশমিক ৫৪ শতাংশ এখন ঢাকা বিভাগে। আক্রান্তদের মধ্যে ঢাকা মহানগরীতে ৫৮ দশমিক ১১ শতাংশ এবং বিভাগটির জেলাগুলোতে ২১ দশমিক ৪৩ শতাংশ। ঢাকা বিভাগের জেলাগুলোর মধ্যে নারায়ণগঞ্জেই সর্বাধিক আক্রান্ত।’

নাসিমা সুলতানা আরও বলেন, ‘চট্টগ্রাম বিভাগে আমাদের আক্রান্ত বেড়ে যাচ্ছে। সর্বশেষ তথ্যানুযায়ী মোট আক্রান্তদের মধ্যে ৮ দশমিক ৪৭ শতাংশ এ বিভাগে। তারপরেই রয়েছে ময়মনসিংহ, সেখানে এর হার ৩ দশমিক ৫০ শতাংশ। এরপর রংপুর বিভাগে ২ দশমিক ৫৩ শতাংশ, সিলেটে ১ দশমিক ৫৪ শতাংশ, রাজশাহীতে ১ দশমিক ৩৯ শতাংশ এবং বরিশাল ১ দশমিক ১০ শতাংশ করোনায় আক্রান্ত।’

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ১৫ জন মারা গেছেন। এ নিয়ে ভাইরাসটিতে মোট ২৯৮ জন মারা গেলেন। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ২০২ জন। আক্রান্তের এ সংখ্যা দেশে একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড।