আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা

আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা

আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা

বাঁচা-মরার লড়াইয়ে আজ মুখোমুখি শ্রীলঙ্কা ও আফগানিস্তান। দুই দলের মাঝে যেকোনো এক দল পা রাখবে সুপার ফোরে, অপর দলের বিদায় ঘণ্টা বেজে যাবে; শেষ হয়ে যাবে এশিয়া কাপ মিশন, ধরতে হবে বাড়ির পথ।

এমন টানটান ম্যাচে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বেলা সাড়ে ৩টায় লড়াইয়ে নামছে দুই দল। যেখানে টসে জিতে আগে ব্যাট করবে শ্রীলঙ্কা। দুই দলের একাদশে নেই কোনো পরিবর্তন। আগের ম্যাচের একাদশ নিয়েই খেলবে দুই দল। লক্ষ্যটাও অভিন্ন, জয়।

সুপার ফোরের দৌঁড়ে অবশ্য এগিয়ে আছে শ্রীলঙ্কাই। যেকোনো ব্যবধানে জিতলেই সুপার ফোর নিশ্চিত হবে তাদের। খানিকটা কঠিন হলেও আফগানদেরও সম্ভাবনা আছে সুপার ফোরে ওঠার। তবে পাড়ি দিতে হবে বেশ কঠিন সমীকরণ।

টসে হেরে আগে ফিল্ডিং করায়, শ্রীলঙ্কাকে ৩০০ রানের আগেই বাঁধতে হবে আফগানিস্তানকে এবং শ্রীলঙ্কার ছুঁড়ে দেয়া যেকোনো টার্গেটকে ৩৫ ওভারের মধ্যেই তাড়া করে জিততে হবে।

আফগানিস্তান একাদশ : রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতুল্লাহ শাহিদি, মোহাম্মদ নবী, নাজিবউল্লাহ জাদরান, করিম জানাত, রাশিদ খান, গুলবাদিন নাইব, ফজলহক ফারুকী ও মুজিব-উর রহমান।

শ্রীলঙ্কা একাদশ : দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিশানকা, দিমুথ করুনারত্নে, কুশল মেন্ডিস, চারিথ আসালঙ্কা, ধনাঞ্জয়া ডি সিলভা, সাদিরা সামারাবিক্রমা, মাহিশ থিকশানা, দুনিথ ওয়াল্লালাগে, মাথিশা পাথিরানা ও কাসুন রাজিথা।