অ্যালিসন নেই, আছেন মার্টিনেজ-এডারসন

অ্যালিসন নেই, আছেন মার্টিনেজ-এডারসন

সংগৃহিত ছবি।

গত এক বছরে সেরা গোলরক্ষক কে! অনেকের মতে আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ আবার কেউ কেউ বলবে, ম্যানসিটিকে ট্রেবল জয়ে সহায়তা করা ব্রাজিলিয়ান গোলরক্ষক এডারসন। এছাড়াও গত এক বছর বেশকিছু গোলরক্ষক দারুণ ছন্দে ছিলেন। তাদের মধ্যে রয়েছে এসি মিলানের মাইক মাইগনান, আর্সেনালের অ্যারন র‍্যামসডেলরা। তবে অবাক করার বিষয় হচ্ছে, এবারের বর্ষসেরা গোলরক্ষকের তালিকায় জায়গা হয়নি লিভারপুলের ব্রাজিলিয়ান গোলরক্ষক অ্যালিসন বেকারের।

বর্ষসেরা গোলরক্ষকদের ‘লেভ ইয়াসিন’ পুরস্কারের প্রাথমিক মনোনয়নের তালিকা প্রকাশ করা হয়েছে। ফ্রান্স ফুটবলের পক্ষ থেকে বছরের সেরা গোলরক্ষককে দেয়া হয় এই পুরস্কার। চলতি বছরের মনোনয়নে বিবেচনায় নেয়া হয়েছে ক্লাব এবং বিশ্বকাপের পারফর্ম্যান্স। তাতে সবার আগে এসেছে আর্জেন্টিনার এমিলিয়ানো মার্টিনেজের নাম। আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে করেছেন দুর্দান্ত পারফর্ম। ফিফার বর্ষসেরার গোলরক্ষকও হয়েছেন তিনি। লেভ ইয়াসিন ট্রফির দৌড়েও বেশ ভালোভাবেই এগিয়ে থাকবেন এই আর্জেন্টাইন।

আর্জেন্টাইন এমিকে টক্কর দিতে পারেন ব্রাজিলের এডারসন মোয়ারেস। ম্যান সিটিকে ট্রেবল জয়ে বিরাট ভূমিকা রেখেছেন এই ব্রাজিলিয়ান। তবে এডারসনের জাতীয় দলের সতীর্থ অ্যালিসন এবারের বর্ষসেরা গোলরক্ষকের তালিকায় জায়গা দেয়া হয়নি। মূলত তার ক্লাব লিভারপুল ভালো পারফর্ম না করতে পারার কারণেই জায়গা হয়নি এইগোলরক্ষকের।

এছাড়া বিশ্বকাপে ঝলক দেখানো এবং ইউরোপা লিগ জেতা মরক্কোর ইয়াসিন বোনো, ক্রোয়েশিয়ার ডমিনিক লিভাকোভিচ, রিয়াল মাদ্রিদের থিবো কর্তোয়া আছেন প্রাথমিক মনোনয়নের তালিকায়। অক্টোবরের ৩০ তারিখ চূড়ান্ত বিজয়ীকে পুরস্কার প্রদান করা হবে।

 

লেভ ইয়াসিন ট্রফিতে মনোনীত গোলরক্ষক

 

এমিলিয়ানো মার্টিনেজ, মাইক মাইগনান, থিবো কর্তোয়া, অ্যারন র‍্যামসডেল, ইয়াসিন বোনো, আন্দ্রে ওনানা, ডমিনিক লিভাকোভিচ, মার্ক আন্দ্রে টের স্টেগান, এডারসন মোয়ারেস, ব্রাইস সামবা।