নাটোরে ওসমান হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার

নাটোরে ওসমান হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার

প্রতীকি ছবি

নাটোরের লালপুরে ওসমান গণি (৪৬) হত্যা মামলার আসামি মো. সাইফুল ইসলামকে (৩৯) বৃহস্পতিবার রাতে রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-২।

শুক্রবার ব্যাটালিয়নের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি শিহাব করিম জানান, গত ৩ সেপ্টেম্বর সকালে নাটোরের লালপুরে জাহাঙ্গীর হোসেনের চায়ের দোকানে বসে চা পান করছিলেন ওসমান গণি। এসময় একই গ্রামের মো. সাইফুল ইসলামসহ ৫/৬ জন ধারালো অস্ত্র, লোহার হাতুড়ি, লোহার রড ও বাঁশের লাঠি নিয়ে পূর্ব পরিকল্পিতভাবে তার ওপর হামলা করে।

হামলাকারীরা ভিকটিমের হাত-পায়ের রগ কেটে দেয় এবং শ্বাসরোধ করে মৃত্যু নিশ্চিত করে। পরে ওসমান গণির স্বজনেরা এগিয়ে এলে তাদেরকে বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করা হয়। এ ঘটনায় ভিকটিমের ভাতিজা কুতুব উদ্দীন বাদী হয়ে নাটোরের লালপুর থানায় একটি মামলা দায়ের করেন।

ঘটনার পর থেকে আসামিদের গ্রেপ্তার করতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে র‍্যাব। এরই ধারাবাহিকতায় গতকাল র‍্যাব-২ এর একটি দল অভিযান চালিয়ে সাইফুলকে গ্রেপ্তার করে।