নকল বিড়ি উৎপাদন বন্ধের দাবিতে দৌলতপুর বিড়ি শ্রমিকদের মানববন্ধন

নকল বিড়ি উৎপাদন বন্ধের দাবিতে দৌলতপুর বিড়ি শ্রমিকদের মানববন্ধন

ছবি: প্রতিনিধি

বিড়ি শ্রমিকদের জীবন জীবিকার স্বার্থে নকল বিড়ি উৎপাদন বন্ধসহ তিন দফা দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন দৌলতপুর থানা শাখা। সোমবার বেলা ১১ টায় কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার আল্লারদর্গা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।

মানববন্ধনে তিন দফা দাবি পেশ করেন বিড়ি শ্রমিকরা। তাদের দাবি গুলো হলো, নকল বিড়ি উৎপাদন বন্ধ, নকল ব্যান্ডরোল যুক্ত বিড়ি বন্ধ এবং শ্রমিকদের সপ্তাহে ছয় দিন কাজের ব্যবস্থা করা।

মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ডাবলু মিয়া, শ্রমিক নেতা শরিফ, চান্দু প্রমূখ। এসময় কুষ্টিয়া অঞ্চলের বিভিন্ন বিড়ি ফ্যাক্টরীর শ্রমিকরা মানববন্ধনে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, কতিপয় অসাধু বিড়ি ব্যবসায়ী বিড়ি শিল্প ধ্বংসের ষড়যন্ত্রে নকল ব্যান্ডরোল লাগিয়ে প্রতি প্যাকেট ১৮ টাকা মূল্যের বিড়ি ১০ থেকে ১২ টাকায় বিক্রি করে কোটি কোটি টাকা রাজস্ব ফাঁকি দিচ্ছে। একদিকে সরকার বছরে বিপুল পরিমান রাজস্ব হারাচ্ছে আর অন্যদিকে প্রকৃত রাজস্ব প্রদানকারী বিড়ি শিল্প মালিকরা চরম ক্ষতিগ্রস্থ হচ্ছে। এসব অসাধু ব্যবসায়ীকে গ্রেফতার করে শাস্তির ব্যবস্থা করতে হবে।

বক্তারা আরো বলেন, কিছু দুর্নীতিগ্রস্থ কাস্টমস কর্মকর্তার যোগসাজসে একটি চক্র বিড়িতে জাল ব্যান্ডরোল ব্যবহার করছে। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করতে হবে। বিড়ি শিল্প দেশীয় শ্রমিকবান্ধব শিল্প। ফলে বিড়ি কারখানাগুলোতে শ্রমিকদের সপ্তাহে ছয় দিন কাজের ব্যবস্থা করতে হবে।