কাশিমপুর কারা ফটকে ইয়াবাসহ কারারক্ষী আটক

কাশিমপুর কারা ফটকে ইয়াবাসহ কারারক্ষী আটক

ছবিঃ সংগৃহীত।

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর ভেতর প্রবেশের সময় তল্লাশীকালে ইয়াবাসহ এক কারারক্ষীকে আটক করা হয়েছে। এ ঘটনার পর তাকে সাময়িক বরখাস্ত করে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করেছে কারা কর্তৃপক্ষ।

আটক কারারক্ষীর নাম মোঃ মতিউর রহমান। তার বাড়ি ঢাকার ধামরাই থানা এলাকায়।

সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে কারাগারের ফটকের ভেতরে প্রবেশের আগে তল্লাশীকালে তাকে ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার মোঃ আমিরুল ইসলাম জানান, কারারক্ষীসহ যে কোন কর্মকর্তা-কর্মচারীদের ক্উে কারাগারের বাইরে গেলে ভেতরে প্রবেশকালে তার দেহ তল্লাশী করা হয়। এরই অংশ হিসেবে সোমবার দুপুরে কারারক্ষী মতিউর রহমান কারাগারের ভেতর প্রবেশকালে তার দেহ তল্লাশি করা হয়। এসময় তার পরনের পায়ের মোজা থেকে ১ পুটলিতে ৯৮ পিস ইয়াবা ও অন্য পুটলিতে ভাঙ্গা অবস্থায় ১০২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা।

এ ঘটনার পর কারারক্ষী মতিউর রহমানকে বরখাস্ত করা হয়। এছাড়া তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে।এব্যাপারে তার বিরুদ্ধে ফৌজধারী ব্যবস্থা প্রক্রিয়াধীন।