বৃষ্টিতে বন্ধ খেলা, বিপদে পাকিস্তান

বৃষ্টিতে বন্ধ খেলা, বিপদে পাকিস্তান

সংগৃহীত

বৃষ্টির সম্ভাবনা নিয়েই চলমান এশিয়া কাপের রিজার্ভ ডেতে মাঠে নেমেছিল ভারত-পাকিস্তান। যদিও ভারতের বাকি ইনিংসটা পাড়ি দেয়া যায় অনায়াসেই। তবে পাকিস্তানের ইনিংসের শুরুতেই নামে বৃষ্টি। ১১ ওভার শেষ হতেই উঠে যেতে হলো মাঠ থেকে।

পাকিস্তান অবশ্য এখন খুব করেই বৃষ্টি চাইবে। কেননা জোড়া উইকেট হারিয়ে বিপদে আছে তারা। ইমাম উল হকের পর বাবর আজমকেও হারিয়েছে পাকিস্তান। র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা এই ব্যাটার হাত খুলতেই পারেননি, ফিরেছেন মোটে ১০ রান করে।

এর আগে ৪.২ ওভারে ভাঙে উদ্বোধনী জুটি। ১৮ বল থেকে মাত্র ৮ রান করে ফিরেন ইমাম উল হক। বুমরাহের শিকার হন র‍্যাঙ্কিংয়ের শীর্ষ তিনে থাকা এ ব্যাটার। ১৭ রানে প্রথম উইকেট হারানো পাকিস্তান দ্বিতীয় উইকেট হারায় ৪৩ রানে এসে, বাবরের স্ট্যাম্প ভাঙেন হার্দিক পান্ডিয়া।

বিপরীতে ফখর জামান ২২ বল খেলে ১৪ ও ২ বল থেকে ১ রানে অপরাজিত রিজওয়ান। ১১ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ দুই উইকেট হারিয়ে ৪৭ রান।

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে ৩৫৬ রান তুলে ভারত। জোড়া শতক হাঁকান বিরাট কোহলি ও লোকেশ রাহুল। জোড়া ফিফটি করেম রোহিত শর্মা ও শুভমান গিল।