টসে জিতে ব্যাটিংয়ে ভারত

টসে জিতে ব্যাটিংয়ে ভারত

সংগৃহীত

এশিয়া কাপের ফাইনালে উঠার লড়াইয়ে মাঠে নেমেছে ভারত ও শ্রীলঙ্কা। কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামেই মুখোমুখি হয়েছে দুই দল। জয়ী দল এগিয়ে যাবে ফাইনালে উঠার দৌড়ে, বলা যায়- এক পা দিয়ে রাখবে। খেলা শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়।

গুরুত্বপূর্ণ এই ম্যাচে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার। সুপার ফোরে দুই দল মুখোমুখি হবে নিজেদের দ্বিতীয় ম্যাচে। প্রথম ম্যাচে দুই দলই জয়ের দেখা পেয়েছে, পয়েন্টও সমান ২। টানা দ্বিতীয় জয়ের সন্ধানে আছে উভয়েই।

টানা তৃতীয় দিনের মতো মাঠে নামতে যাচ্ছে ভারত। পাকিস্তানের বিপক্ষে দুই দিন (রোববার ও সোমবার) খেলার পর আজ (মঙ্গলবার) খেলবে লঙ্কানদের বিপক্ষে। মূলত হঠাৎ ভারত-পাকিস্তান ম্যাচে রিজার্ভ ডে যুক্ত করাতেই টানা খেলতে হচ্ছে ভারতকে।

কিছু ক্লান্তি থাকলেও ফুরফুরে মেজাজ নিয়েই মাঠে নামবে ভারত। গত রাতেই পাকিস্তানের বিপক্ষে রেকর্ড গড়া জয় পেয়েছে রোহিত শর্মারা। আগে ব্যাট করে ৩৫৬ রানের বিশাল সংগ্রহের পর বাবর আজমদের হারায় ২২৮ রানে। সেই ছন্দ আজও ধরে রাখলে ভুগতে হবে শ্রীলঙ্কাকে।

শ্রীলঙ্কাও অবশ্য ছেড়ে কথা বলবে না। স্বাগতিক হবার সুবিধাটাও পাবে তারা। তাছাড়া বেশ ছন্দেও আছে এই সময়ে। টানা ১৩ ওয়ানডেতে কোনো হার নেই লঙ্কানদের। শেষ ম্যাচে বাংলাদেশকে হারিয়েছে তারা। ফলে চোখ রাঙবে দাসুন শানাকার দলটাও।

একাদশে কোনো পরিবর্তন আনেনি শ্রীলঙ্কা। ভারতের একাদশে এক পরিবর্তন। অক্ষর প্যাটেল এসেছেন শার্দুল ঠাকুরের পরিবর্তে।

ভারত একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, শুভমন গিল, লোকেশ রাহুল, ঈশান কিষাণ, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, জসপ্রীত বুমরা, অক্ষর প্যাটেল।

শ্রীলঙ্কা একাদশ
দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিশানকা, দিমুথ করুনারত্নে, কুশল মেন্ডিস, চারিথ আসালঙ্কা, ধনাঞ্জয়া ডি সিলভা, সাদিরা সামারাবিক্রমা, মাহিশ থিকশানা, দুনিথ ওয়াল্লালাগে, মাথিশা পাথিরানা, কাসুন রাজিথা।