নাইকো দুর্নীতি মামলায় খালেদাসহ ৮ জনের বিরুদ্ধে বাদির সাক্ষ্য

নাইকো দুর্নীতি মামলায় খালেদাসহ ৮ জনের বিরুদ্ধে বাদির সাক্ষ্য

নাইকো দুর্নীতি মামলায় খালেদাসহ ৮ জনের বিরুদ্ধে বাদির সাক্ষ্য

নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ৮ জনের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) তৎকালীন সহকারি পরিচালক মুহাম্মদ মাহবুবুল আলম।

মঙ্গলবার কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে অবস্থিত ঢাকা-৯ (অস্থায়ী) বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমানের আদালতে বাদি দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দিয়েছেন। এরপর তাকে জেরা করেন আসামি পক্ষের আইনজীবীরা। এদিন আসামি পক্ষের জেরা শেষ না হওয়ায় পরবর্তী জেরা ও সাক্ষ্য গ্রহণের জন্য ১৭ সেপ্টেম্বর দিন ধার্য করেন আদালত।
সাক্ষ্য গ্রহণ শুরুর আগে খালেদা জিয়ার আইনজীবী সাক্ষ্য গ্রহণ মুলতবি রাখার জন্য আবেদন করেন। দুদক তার বিরোধীতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত মুলতবির আবেদন নামঞ্জুর করে সাক্ষ্য গ্রহণ অব্যাহত রাখার আদেশ দেন।

২০০৭ সালের ৯ ডিসেম্বর দুর্নীতি দমন কমিশনের (দুদক) তৎকালীন সহকারি পরিচালক মুহাম্মদ মাহবুবুল আলম তেজগাঁও থানায় খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন। কানাডিয়ান প্রতিষ্ঠান নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতিসাধন ও দুর্নীতির অভিযোগে এ মামলা করা হয়।

সূত্র : বাসস