তারেক রহমান যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয়ে আছেন : পররাষ্ট্রসচিব

তারেক রহমান যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয়ে আছেন : পররাষ্ট্রসচিব

তারেক রহমান যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয়ে আছেন : পররাষ্ট্রসচিব

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে রাজনৈতিক আশ্রয়ে আছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ-যুক্তরাজ্যের পঞ্চম কৌশলগত সংলাপ শেষে তিনি এ তথ্য জানান।পররাষ্ট্রসচিব জানান, যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, তারেক রহমান যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয়ে আছেন। এ ছাড়া দুই দেশের মধ্য বন্দি বিনিময়ে বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

আগামী নির্বাচনের বিষয়ে তিনি বলেন, নির্বাচনের ব্যাপারে তাদের (যুক্তরাজ্য) আগ্রহ আছে। তারা অবাধ, সুষ্ঠু ও সহিংসতামুক্ত নির্বাচন দেখতে চায়। নির্বাচনে সহযোগিতা প্রয়োজন হলে তারা দিতে প্রস্তুত।মাসুদ বিন মোমেন বলেন, তাদের বলেছি সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে আমরা সক্ষম। সরকার সেলক্ষ্যে কাজ করছে।এ ছাড়া সংলাপে মানবাধিকার, সাইবার নিরাপত্তা আইনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান পররাষ্ট্রসচিব।