সাতক্ষীরায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সাতক্ষীরায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ফাইল ছবি

সাতক্ষীরার আশাশুনিতে পুকুরপাড়ে খেলাধুলা করার সময় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কুড়িকাহুনিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো- কুড়িকাহুনিয়া গ্রামের আলম হায়দারের মেয়ে অনিকা সুলতানা (৫) ও একই এলাকার অহিদুল মোড়লের মেয়ে জান্নাতুল নাইম (৫)। তারা উভয়ে স্থানীয় তালতলা কিন্ডারগার্ডেনের শিশু শ্রেণির ছাত্রী।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে আনিকা ও জান্নাতুল একইসঙ্গে স্কুল শেষ করে বাড়িতে ফেরে। দুপুরে বাড়ির পাশে পুকুরপাড়ে তারা খেলাধুলা করছিল। একপর্যায়ে তারা পুকুরের পানিতে পড়ে যায়। পরবর্তীতে স্থানীয় এক ব্যক্তি গোসলে নেমে তাদের একজনকে পানিতে ভাসতে দেখে চিৎকার করে। তার চিৎকার শুনে প্রতিবেশীরা এসে অনিকার ভাসমান দেহ উদ্ধারের চেষ্টাকালে জান্নাতের সন্ধান পায়। তাৎক্ষণিকভাবে তাদের দুইজনকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

আশাশুনি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিশ্বজিৎ অধিকারী জানান, ঘটনাটি জানামাত্র পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুকুরপাড়ে খেলা করার সময় তারা পানিতে পড়ে গিয়েছে বলে স্থানীয়দের ধারণা। এ ধরনের ঘটনা রোধে অভিভাবকদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়া উচিত।