ফুটবল মাঠে অভিষেক মেসির ছেলের

ফুটবল মাঠে অভিষেক মেসির ছেলের

সংগৃহীত

ইন্টার মায়ামির বয়সভিত্তিক দলের হয়ে অভিষেক হয়ে গেছে লিওনেল মেসির ছেলে থিয়াগো মেসির। যা আবার রাঙিয়েছে সে জয় দিয়ে। অনূর্ধ্ব–১২ দলের হয়ে সতীর্থদের সঙ্গে তাকে গোল উদ্‌যাপন করতেও দেখা গেছে।

১০ বছর বয়সী থিয়াগো মূলত বয়সভিত্তিক দলের একজন হিসেবেই এদিন ফ্লোরিডা ব্লু ট্রেনিং সেন্টারের ম্যাচটিতে মাঠে নামে। এই মাঠে ইন্টার মায়ামির মূল দলও অনুশীলন করে। ফ্লোরিডা ব্লুতে থিয়াগোর অভিষেক হয়েছে ওয়েস্টন এফসির বিপক্ষে। যেখানে তার দল জিতেছে ২–১ গোলে।

বাবাকে অনুসরণ করে সন্তানের ফুটবলের পথে হাঁটার গল্পটা নতুন কিছু নয়। বাবা–ছেলের ফুটবলার হয়ে ওঠার এমন উদাহরণ অনেক আছে। কখনো বাবার ছায়ায় আড়ালে পড়ে যান ছেলে আবার কখনো বাবাকে ছাড়িয়ে নিজের নামেই খ্যাতিমান হয়ে উঠেন ছেলে। সাফল্য বা ব্যর্থতার সেই পথে হাঁটতে এসেছে থিয়াগোও।

ইন্টার মায়ামির একাডেমিতে থিয়াগো যোগ দেওয়ার পর থেকেই দলের ভেতর মেসি ও আর্জেন্টাইনদের সমর্থকদের মধ্যে দারুণ উচ্ছ্বাস দেখা গিয়েছিল। অনেকে সে সময় থিয়াগোকে শুভেচ্ছাও জানান।