চীনের কাছে ভারতকে হজম করতে হলো ৫ গোল

চীনের কাছে ভারতকে হজম করতে হলো ৫ গোল

ছবিঃ সংগৃহীত।

হাংজু এশিয়ান গেমস ফুটবলে দক্ষিণ এশিয়ার দুই দেশ বাংলাদেশ ও ভারত এক গ্রুপে খেলছে চীন ও মিয়ানমারের সঙ্গে। দুই দেশের শুরুটাই হয়েছে হার দিয়ে।

'এ' গ্রুপের প্রথম ম্যাচে বাংলাদেশ ১-০ গোলে হেরেছে মিয়ানমারের কাছে। দ্বিতীয় ম্যাচে ভারতের জালে গুনেগুনে ৫ গোল দিয়েছে স্বাগতিক চীন।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) ঘরের মাঠে চীন এক তরফা প্রাধান্য নিয়ে খেলেই উড়িয়ে দিয়েছে দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন ভারতকে। প্রথমার্ধে চীনকে ১-১ গোলে আটকে রেখেছিল ভারত। তবে দ্বিতীয়ার্ধে আরো চার গোল খেয়ে ৫-১ ব্যবধানের বড় পরাজয় নিয়েই মাঠ ছাড়ে সুনিল ছেত্রিরা।

হার দিয়ে শুরু করা বাংলাদেশ ও ভারত পরস্পরের মুখোমুখি হবে ২১ সেপ্টেম্বর। ফুটবলের প্রথম দিনের অন্য ম্যাচে 'বি' গ্রুপে ভিয়েতনাম ৪-২ গোলে মঙ্গোলিয়াকে হারিয়েছে। গোলশূন্য ড্র করেছে সৌদি আরব ও ইরান।

'ই' গ্রুপে দক্ষিণ কোরিয়া ৯-০ গোলে হারিয়েছে কুয়েতকে। ১-১ গোলে ড্র করেছে বাহরাইন ও থাইল্যান্ড। 'এফ' গ্রুপে উত্তর কোরিয়া ২-০ গোলে চাইনিজ তাইপেকে ও ইন্দোনেশিয়া একই ব্যবধানে কিরগিজস্তানকে হারিয়েছে।