নিউজিল্যান্ড ব্যাটিংয়ে নামার পরেই নামল বৃষ্টি

নিউজিল্যান্ড ব্যাটিংয়ে নামার পরেই নামল বৃষ্টি

সংগৃহিত ছবি।

রোদ-বৃষ্টির লুকোচুরির মধ্যেই মাঠে গড়িয়েছে বাংলাদেশ-নিউজিল্যান্ সিরিজের প্রথম ওয়ানডে। টসে জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন টাইগার দলপতি লিটন দাস। তবে খেলা শুরুর পরেই ফের বাগড়া দিয়েছে বৃষ্টি।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) মিরপুরের হোম অব ক্রিকেটে বাংলাদেশের বিপক্ষে ব্যাটিং করছে নিউজিল্যান্ড। তবে এই মুহূর্তে বৃষ্টির কারণে খেলা বন্ধ রয়েছে। নিউজিল্যান্ডের ইনিংসের ৪.৩ ওভার পরেই নামে বৃষ্টি।

 

 

বৃষ্টি শুরুর আগে নিউজিল্যান্ড কোন উইকেট না হারিয়ে ৯ রান সংগ্রহ করেছে। উইকেটে আছেন উইল ইয়ং (৩) ও ফিন অ্যালেন (৫)।

ম্যাচের আগেই আবহাওয়ার পূর্বাভাস দেয়া হয়েছিল যে, আজ সারাদিন থেমে থেমে বৃষ্টি হবে। আর দুপুর চারটা পর্যন্ত ৯০ শতাংশ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ৪৩ কিলোমিটার। অবশেষে নিউজিল্যান্ড ব্যাটিংয়ে নামতে না নামতেই বৃষ্টি নেমেছে।

এদিকে বিশ্বকাপ স্কোয়াড মোটামুটি প্রস্তুত বাংলাদেশের। বাকি দু-একটা পজিশনের যোগ্য খেলোয়াড় খুঁজে নিতেই নিউজিল্যান্ড সিরিজে চলবে পরীক্ষা-নিরীক্ষা। সেই মিশন শুরু আজই। ইনজুরি কাটিয়ে এ ম্যাচ দিয়েই ফিরছেন তামিম ইকবাল। এশিয়া কাপে না খেলা এ ওপেনারের সঙ্গী হচ্ছেন অধিনায়ক লিটন। একাদশে ফিরছেন আলোচিত মাহমুদউল্লাহ রিয়াদও। ফেরার তালিকায় আরও আছেন সৌম্য সরকার ও নুরুল হাসান সোহান।

 

বাংলাদেশ একাদশ: 

তামিম ইকবাল, লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, শেখ মেহেদী হাসান, নুরুল হাসান সোহান (উইকেটকিপার), নাসুম আহমেদ, তানজিদ হাসান, মুস্তাফিজুর রহমান।