যে কারণে ইংল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াডে নেই রয়

যে কারণে ইংল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াডে নেই রয়

সংগৃহীত

ইংল্যান্ড জাতীয় দলের পরীক্ষিত ওপেনার জেসন রয়। ওয়ানডে ক্রিকেটে প্রায় ৪০ গড়ের পাশাপাশি রয়েছে ১২টি সেঞ্চুুরিও। এমন ব্যাটারকে বাইরে রেখেই বিশ্বকাপের জন্য ইংল্যান্ডের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। জেসন রয়ের পরিবর্তে দলে ঢুকেছেন ফর্মে থাকা তরুণ ক্রিকেটার হ্যারি ব্রুক। বিষয়টি বেশ আলোচনা চলছে ক্রিকেট মহলে। রয়কে দলের বাইরে রাখার বিষয়টি কঠিন ছিল বলে দাবি ইংলিশ অধিনায়ক জস বাটলারের। তবুও এমন সিদ্ধান্তের বিষয়ে তিনি ব্যাখ্যা দিয়েছেন।

ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোকে দেওয়া সাক্ষাৎকারে বাটলার বলেন, ‘আমি মনে করি না যে এটা কোনো সময় সহজ। আমি অধিনায়কত্ব মোটেও উপভোগ করি না। তোমাকে এই খবর দেওয়ার দায়িত্ব আমার। সে (জেসন রয়) আমার খুব ভালো সতীর্থ। এই কল আমার জন্য খুব কঠিন ছিল। আমাদের দলে টপ অর্ডারে ব্যাট করেছেন জেসন।’

তবে হ্যারি ব্রুককে নেওয়ার ব্যাখ্যাও দিয়েছেন ইংলিশ অধিনায়ক, ‘হ্যারি, আমরা মনে করি সে আমাদের দলে বহুমুখীতা দেয়। সে ব্যাটিং অর্ডারে এক থেকে ছয় নম্বর পজিশনও কভার করতে পারে, যা যেকোনো দলের জন্য অবশ্যই উপকারী।’

বাটলার আরও বলেন, ‘অনেক সময় আমাদের সেরা খেলোয়াড়দের দল থেকে বাদ দিতে হয়। এটা খেলাধুলার খারাপ প্রকৃতি। ১৫ জন খেলোয়াড় ছাড়াও এমন অনেক খেলোয়াড় আছেন যারা দলে জায়গা পাওয়ার যোগ্য, কিন্তু সুযোগ পাননি। যখন আপনার কাছে অনেক ভালো খেলোয়াড় থাকে, তখন নির্বাচক কমিটির সঙ্গে একসঙ্গে নির্বাচন করা আপনার পক্ষে একটু কঠিন হয়ে যায়।’

ঘরের মাটিতে ইংল্যান্ডের ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন ৩২ বছর বয়সী জেসন রয়। এরপর গত দুই বছরে তিনি যেমন খারাপ ফর্মে ভুগছেন এবং একইসঙ্গে নিজের পিঠের চোটে নিউজিল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের সাম্প্রতিক ওয়ানডে সিরিজের চারটি ম্যাচও মিস করেছেন। তার জায়গায় দলে খেলা বাঁ-হাতি ব্যাটার ডেভিড মালান আছেন দুর্দান্ত ফর্মে। বিশ্বকাপ বাছাইয়ের অন্যতম মঞ্চ ধরে নেওয়া সিরিজে ৫৪.৯৬ এবং ১২৭ রান করেছেন তিনি।

এর মাধ্যমে মালান বিশ্বকাপ দলে তার জায়গা নিশ্চিত করেন এবং পুরস্কারও জিতেছেন প্লেয়ার অফ দ্য সিরিজের। এছাড়া তরুণ ব্যাটসম্যান হ্যারি ব্রুককে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। আগামী ৫ অক্টোবর পর্দা উঠতে যাওয়া ভারত বিশ্বকাপে উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি হবে ইংল্যান্ড-নিউজিল্যান্ড।

বিশ্বকাপের জন্য ইংল্যান্ড দল : জস বাটলার (অধিনায়ক), মঈন আলি, গ্যাস অ্যাটকিনসন, জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), হ্যারি ব্রুক, স্যাম কারান, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মালান, আদিল রশিদ, জো রুট, বেন স্টোকস, রিচ টপলি, ডেভিড উইলি, মার্ক উড এবং ক্রিস ওকস।