দুই-তিন দিনের মধ্যে আলু আমদানির সিদ্ধান্ত

দুই-তিন দিনের মধ্যে আলু আমদানির সিদ্ধান্ত

সংগৃহীত

দেশের বাজারে আলুর দাম স্বাভাবিক রাখতে কর্তৃপক্ষ প্রয়োজনে আলু আমদানি করবে বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক এএইচএম শফিকুজ্জামান।

তিনি সতর্ক করে বলেন, ‘দুই-তিন দিনের মধ্যে দাম স্থিতিশীল না হলে আমরা আলু আমদানির সুপারিশ করব, যা কারো জন্য ভালো হবে না।’

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে নীলফামারী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক মতবিনিময় সভায় এ কথা বলেন মহাপরিচালক।

তিনি বলেন, ‘দেশে পর্যাপ্ত আলুর মজুদ আছে, কিন্তু হিমাগার মালিকরা সরকার নির্ধারিত দামে বিক্রি না করে বেশি দামে আলু বিক্রি করছেন। ফলে ভোক্তা পর্যায়ে আলুর দাম বাড়ছে। কিন্তু এটা সমর্থন করা যায় না।’

নীলফামারীর জেলা প্রশাসক পঙ্কজ ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন পুলিশ সুপার মো: গোলাম সবুর, জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক আবু বকর সাইফুল ইসলাম, জেলা শিল্প ও বণিক সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার এসএম সফিকুল আলম ডাবলু, নীলফামারী প্রেস ক্লাবের সভাপতি তাহমিন হক ববি প্রমুখ বৈঠকে উপস্থিত ছিলেন।

সভায় জেলা প্রশাসন, জেলা পুলিশ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরকে প্রতিটি হিমাগারে সরকার নির্ধারিত মূল্য তালিকা প্রদর্শন এবং ক্রয়-বিক্রয় রসিদ সংরক্ষণ নিশ্চিত করতে নির্দেশ দেয়া হয়।
সূত্র : ইউএনবি