ইসরায়েলি গুলিতে ফিলিস্তিনি নিহত

ইসরায়েলি গুলিতে ফিলিস্তিনি নিহত

সংগৃহীত

অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরের কাছে ইসরায়েলি বাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি কিশোর নিহত হয়েছেন।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, কাফর দান শহরে ১৮ বছর বয়সী ওই যুবককে 'পেটে' গুলি করে হত্যা করা হয়েছে। চলতি সপ্তাহে ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত সপ্তম ফিলিস্তিনি তিনি।

শুক্রবার ভোরে ইসরায়েলি সেনারা শহরের বেশ কয়েকটি বাড়িতে হামলা চালায়, যার ফলে শব্দ বোমা, কাঁদানে গ্যাসের ক্যানিস্টার এবং গোলাবারুদ নিক্ষেপ করে ফিলিস্তিনি বাসিন্দাদের সাথে সংঘর্ষ শুরু হয়।

ফিলিস্তিনি ইসলামিক জিহাদ গ্রুপ নিহত ব্যক্তির নাম আবদুল্লাহ আবু হাসান এবং সে তাদের আল-কুদস ব্রিগেডের সশস্ত্র শাখার স্থানীয় যোদ্ধা বলে জানিয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, কাফর দানে অস্ত্র অনুসন্ধান অভিযানচলাকালে সন্দেহভাজনদের লক্ষ্য করে গুলি ছোড়ে সৈন্যরা।