দুই ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল বাহিনী

দুই ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল বাহিনী

সংগৃহীত

অধিকৃত পশ্চিম তীরের তুলকারেম শহরের শরণার্থী শিবিরে অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এ সময় অন্তত দুইজন ফিলিস্তিনি নিহত হয়েছে। দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরার।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গতকাল রবিবার ইসরায়েলি বাহিনীর অভিযানে দুইজন নিহত হয়েছেন। এদের মধ্যে একজন আসিদ আবু আলি (২১), এবং আব্দুলরাহমান আবু দাগাস (৩২)। এ ছাড়া ইসরায়েলি বাহিনীর অভিযানে শিবিরের স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। 

তবে ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, নৌর শামস শরণার্থী শিবিরে এক ভবনে জঙ্গিদের একটি কমান্ড সেন্টার ও বোমা রাখার স্থাপনা গুঁড়িয়ে দিতে অভিযান চালানো হয়েছে। 

ইসরায়েলি বাহিনী আরও জানায়, ইঞ্জিনিয়ারিং ইউনিট রাস্তায় পুঁতে রাখা বেশ কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটায় এবং সশস্ত্র ফিলিস্তিনি যোদ্ধারা গুলি ছোড়ে, সেইসঙ্গে সেনাদের লক্ষ্য করে বিস্ফোরকও মারে। এর জবাবে ইসরায়েলি বাহিনী পাল্টা গুলি ছোড়ে। 

এর আগে চলতি মাসের শুরুর দিকে ইসরায়েলি বাহিনীর গুলিতে একই শরণার্থী শিবিরে ২১ বছর বয়সী আয়েদ সামিহ খালেদ আবু হার্ব নিহত হন।