লিবিয়ার বন্যাবিধস্ত শহরের মেয়র গ্রেফতার

লিবিয়ার বন্যাবিধস্ত শহরের মেয়র গ্রেফতার

সংগৃহীত

দারনা শহরের মেয়র আবদেল–মোনিম আল–ঘাইথিসহ বেশ কয়েকজন কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে অব্যবস্থাপনা এবং অবহেলার কারণে গ্রেফতার করা হয়েছে বলে আল আরাবিয়ার খবরে বলা হয়েছে। 

গত  ১০ সেপ্টেম্বর  লিবিয়ার উত্তর উপকূলে ঘূর্ণিঝড় দানিয়েলের আঘাতে একটি বাঁধ ভেঙে ভয়াবহ বন্যা দেখা দেয়। এতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় এক লাখ বাসিন্দার বন্দরনগরী দারনা।

লিবিয়ার অ্যাটর্নি জেনারেল অফিস জানিয়েছে, আটজন কর্মকর্তাকে গ্রেফতারে তারা নোটিশ দিয়েছিলেন। এরপর মেয়রসহ পানি ব্যবস্থাপনার দায়িত্বে থাকা কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। তবে গ্রেফতারকৃত বাকিদের বিস্তারিত পরিচয় জানানো হয়নি। 

বাঁধ ধ্বংসের জন্য ক্ষুব্ধ বাসিন্দারা কর্তৃপক্ষকে দোষারোপ করেন। ২০০৭ সালে ওই বাঁধটি সংস্কারে একটি চুক্তি স্বাক্ষর হয়েছিল। কিন্তু ন্যাটো সমর্থিত বিক্ষোভে মুয়াম্মার গাদ্দাফির পতন হলে সেটি আর হয়নি। দারনা শহরটি  আইসিসসহ বিভিন্ন যোদ্ধা বাহিনীর নিয়ন্ত্রণে ছিল। সূত্র: আল আরাবিয়া