ওয়েবসাইট ব্রাউজ করে তথ্য দেবে চ্যাটজিপিটি

ওয়েবসাইট ব্রাউজ করে তথ্য দেবে চ্যাটজিপিটি

সংগৃহীত

পুরোনো তথ্য দিতে পারে না চ্যাটজিপিটি! এই অপবাদ দূর করছে ওপেনএআই। এখন সে আর পুরোনো তথ্য দেখাবে না। প্রয়োজনীয় ওয়েবসাইট ভিজিট করে রিয়েল টাইম ভিত্তিতে আপনার সব প্রশ্নের উত্তর খুঁজবে চ্যাটজিপিটি। 

তবে এই ফিচার এখন কেবল প্লাস এবং এন্টারপ্রাইজ ব্যবহারকারীরা ব্যবহার করতে পারবেন। চ্যাটজিপিটি-৪ এর মাধ্যমেও এই ফিচারের সব সুবিধা উপভোগ করতে পারবেন ব্যবহারকারীরা।

ওপেনএআই জানিয়েছে, সব চ্যাটজিপিটি ব্যবহারকারীরা এই ওয়েব ব্রাউজিংয়ের ফিচার পর্যায়েক্রমে ব্যবহার করতে পারবেন। ব্রাউজিং ক্ষমতাটি টেকনিক্যাল রিসার্স থেকে শুরু করে গ্যাজেট বাছাই বা আপনার ছুটি কাটানোর পরিকল্পনা পর্যন্ত সবকিছু রিয়েল টাইম ভিত্তিতে প্রদান করবে।

চ্যাটজিপিটি Browser With Bing নামের একটি এক্সটেনশনও থাকছে। যার মাধ্যমে চ্যাটজিপিটির ব্রাউজিং ক্ষমতার সাহায্য নিতে পারবেন।

এই মুহূর্তে চ্যাটজিপিটির দুই প্রতিদ্বন্দ্বী গুগলের বার্ড এবং মাইক্রোসফটের বিং সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহারকারীদের ব্রাউজিং ফিচার অফার করছে।

চলতি বছরের জুনে আইওএস ব্যবহারকারীদের জন্য চ্যাটজিপিটি ওয়েব ব্রাউজিং ফিচার চালু করলেও তা কয়েকদিনের মধ্যেই বন্ধ করে দেয়। কারণ ব্যবহারকারীরা এই চ্যাটবটকে কাজে লাগিয়ে পেওয়াল কনটেন্টের অ্যাক্সেস নিতে শুরু করে দেয়।