ময়মনসিংহ টু কিশোরগঞ্জ বিএনপির রোডমার্চ আজ

ময়মনসিংহ টু কিশোরগঞ্জ বিএনপির রোডমার্চ আজ

ফাইল ছবি

সরকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্ত, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির সহ একদফা দাবি আদায়ে আজ রোববার রোডমার্চ করবে বিএনপি।

সকাল সাড়ে ১০টায় ময়মনসিংহ ত্রিশাল বগার বাজার থেকে রোডমার্চ শুরু হবে। কিশোরগঞ্জে লতিফাবাদ চক্ষু হাসপাতাল সংলগ্ন ময়দানে এসে শেষ হবে। এ যাত্রা প্রায় ১১৪ কিলোমিটার দীর্ঘ পথ।

বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার নয়া দিগন্তকে জানান, ময়মনসিংহ রোডমার্চ শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশ করার মধ্যদিয়ে বেশ কয়েকটি পথসভা করার কথা রয়েছে।

ময়মনসিংহ বিভাগীয় রোডমার্চে নেতৃত্ব দিবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং আব্দুল মঈন খান।

এছাড়া বিএনপির লাগাতার কর্মসূচির পরবর্তীগুলো হলো ২ অক্টোবর ঢাকায় কৃষক সমাবেশ। ৩ অক্টোবর ফরিদপুর বিভাগে রোডমার্চ ও সমাবেশ। ৪ অক্টোবর ঢাকায় পেশাজীবী কনভেনশন। ৫ অক্টোবর কুমিল্লা, ফেনী, মিরেসরাই হয়ে চট্টগ্রামে রোডমার্চ।

প্রয়োজনে আরো কিছু কর্মসূচি যোগ হতে পারে বলে জানিয়েছে বিএনপি।