১২ বছর পর সৌদিতে দূতাবাস খুলল ‍সিরিয়া

১২ বছর পর সৌদিতে দূতাবাস খুলল ‍সিরিয়া

সংগৃহীত

কয়েক মাস ধরেই সম্পর্ক পুনরায় জোড়া লাগাতে তোড়জোড় শুরু করে সৌদি আরব ও সিরিয়া। দুপক্ষের প্রচেষ্টায় অবশেষে দীর্ঘ ১২ বছর পর রিয়াদে দূতাবাস খুলেছে সিরিয়া।

সিরিয়ার সংবাদপত্র আল ওয়াতান জানিয়েছে, কূটনৈতিক কাজ পুনরায় শুরু করতে গত শনিবার রিয়াদে গেছেন সিরিয়ার কনসাল জেনারেল ইহসান রামান। এর মাধ্যমে পুনরায় সৌদিতে ‍সিরিয়ার দূতাবাসের দরজা খুলেছে।

গত মে মাসে সৌদি আরব দামেস্কে নিজেদের কূটনৈতিক মিশনের কাজ পুনরায় শুরু করার ঘোষণা দেয়। এরপরই বাশার আল আসাদ সরকার রিয়াদে তাদের মিশনের কাজ শুরু করল।

ইহসান রামান বলেছেন, রিয়াদে সিরিয়ার দূতাবাস সব সিরীয়র প্রতিনিধি হিসেবে কাজ করবে। সৌদিতে অবস্থান করা সিরীয়দের সেবা দেবে। সিরিয়ার নাগরিকদের সবচেয়ে ভালো সেবা দিতেই দূতাবাস চালু করেছে দামেস্ক। বিশেষ করে যাদের কাগজপত্রের মেয়াদ শেষ হয়ে গেছে তাদের পাসপোর্ট দিতে কাজ করবে দূতাবাস।

মূলত গৃহযুদ্ধ শুরু হলে ২০১১ সালে সিরিয়াকে আরব দেশগুলোর জোট আরব লিগ থেকে বহিষ্কার করা হয়। এরপর থেকে অন্যান্য আরব দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় সিরিয়া।

তবে সৌদিসহ অন্যান্য আরব দেশ সিরিয়া নিয়ে অবস্থান বদলাতে শুরু করলে চলতি বছরের এপ্রিলে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মেকদাদ সৌদি আরব সফরে যান। ২০১১ সালে দুই দেশের সম্পর্ক ছিন্ন হওয়ার পর এটিই ছিল সিরিয়ার সরকারি কোনো প্রতিনিধির প্রথম সৌদি সফর। ‍সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সফরের মাধ্যমে দুই দেশের সম্পর্ক মেরামতের প্রচেষ্টা শুরু হয়। এরপর চলতি বছরের মে মাসে জেদ্দায় অনুষ্ঠিত আরব লিগের শীর্ষ সম্মেলনে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে স্বাগত জানালে দুই দেশের সম্পর্ক পুরোপুরি জোড়া লাগে। আসাদের সফরের আগে অবশ্য সিরিয়াকে আরব লিগের সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়েছিল।