নেপালে জোড়া ভূমিকম্প, দিল্লিতেও কম্পন অনুভূত

নেপালে জোড়া ভূমিকম্প, দিল্লিতেও কম্পন অনুভূত

নেপালে জোড়া ভূমিকম্প, দিল্লিতেও কম্পন অনুভূত

নেপালের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, মঙ্গলবার উত্তর-পশ্চিম নেপালে দুটি ভূমিকম্প আঘাত হেনেছে। ভারতের রাজধানী নয়াদিল্লিতেও এর কম্পন অনুভূত হয়েছে।তবে ভূমিকম্পের প্রভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তাৎক্ষণিক খবর পাওয়া যায়নি।

নেপালের ন্যাশনাল ভূমিকম্প মনিটরিং অ্যান্ড রিসার্চ সেন্টার জানিয়েছে, উভয় ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভারতীয় সীমান্তের কাছে উত্তর-পশ্চিম নেপালের বাঝাং জেলায়। প্রথমটির মাত্রা ছিল ৫.৩ মাত্রা এবং পরের ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৩ মাত্রা।

বাজহাং জেলার প্রধান কর্মকর্তা নারায়ণ পান্ডে বলেছেন, এই অঞ্চলে কম্পন অনুভূত হয়েছে। এটি একটি পাহাড়ি ও জনবহুল এলাকা।

সূত্র : ইউএনবি