শরীয়তপুরে ফায়ার সার্ভিসের ওপর হামলা

শরীয়তপুরে ফায়ার সার্ভিসের ওপর হামলা

ছবিঃ সংগৃহীত।

শরীয়তপুরের আংগারিয়া বাজারে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে গেছে। এসময় আগুন নেভাতে আসা ফায়ার সার্ভিসের কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় সদর উপজেলার আংগারিয়া বাগচী বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সন্ধ্যায় আংগারিয়া বাগচী বাজারে সোলায়মান হোসেনের ফ্রিজ মেরামতের দোকানের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এসময় রনি দেবনাথের স্টেশনারি ও একটি বইয়ের গোডাউনে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও বিক্ষুব্ধ জনতা তাদের ওপর হামলা করেন।

হামলায় ফায়ার সার্ভিসের আবু মুসা শিকদার নামের এক কর্মী আহত হন। পরে এ ঘটনায় জিসান ও মহিন নামের দুজনকে আটক করে পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জ্যোতি বিকাশ চন্দ্র।

শুভ দাস নামের এক দোকানমালিক বলেন, ‘আগুন লাগার কিছুক্ষণের মধ্যে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছান। তবে কিছু উত্তেজিত জনতা তাদের ওপর হামলা চালিয়েছেন।’

শরীয়তপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আব্দুল হাকিম বলেন, ‘আমরা খবর পেয়ে দুটি ইউনিট নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। পরে ২০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হই। এরমেধ্যে হঠাৎ করেই কিছু লোকজন আমাদের ওপর হামলা চালান। এতে আমাদের গাড়ির ড্রাইভার আবু মুসা শিকদার আহত হন। কী কারণে তারা এ হামলা চালালো বলতে পারছি না।’

এ বিষয়ে পালং মডেল থানার পরিদর্শক (তদন্ত) শরিফুল ইসলাম বলেন, ফায়ার সার্ভিসের কর্মীদের ওপর হামলার ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জানতে চাইলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, ফায়ার সার্ভিসের লোকজন খুব দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছেন। তা নাহলে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতেন ব্যবসায়ীরা।

তিনি আরও বলেন, দুটি দোকান পুড়ে অন্তত ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আমাদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করা হবে।