সাকিবের জোড়া শিকার

সাকিবের জোড়া শিকার

সংগৃহীত

টস জিতে শুরুতে আফগানদের ব্যাট করতে পাঠানোর পর পিস থেকে  পেসাররা সুবিধা করতে না পারলেও সপ্তম ওভার থেকে আক্রমণে আসেন অধিনায়ক সাকিব। সেই সিদ্ধান্ত যে ভুল ছিল না তা প্রমাণ করলেন সেট হয়ে যাওয়া দুই আফগান ব্যাটারের উইকেট তুলে নিয়ে। 

শুরুতে তুলে নিলেন ইব্রাহিম জাদরানকে (২২)। সুইপ করতে গিতে তানজিদ হাসানের হাতে ধরা পড়েন এই বাঁহাতি। তার বিদায়ে ভাঙে ৪৭ রানের জুটি। এরপর রহমত শাহকে নিয়ে আরেকটি জুটি গড়ার দিকে যাচ্ছিলেন গুরবাজ। দলীয় ৮৩ রানে রহমত শাহকে ফিরিয়ে সেই জুটিও ভেঙে দেন সাকিব।

১৯ ওভারে ২ উইকেট হারিয়ে ৮৮ রানে ব্যাট করছে আফগানিস্তান। গুরবাজ ৩৬ রানে আছেন।

এর আগে টস জিতে তিন পেসার তাসকিন, শরীফুল ও মুস্তাফিজকে নিয়ে ফিল্ডিং নিয়েছে বাংলাদেশ। টস জিতে সাকিব বলেছেন, 'রান তাড়া করার জন্য এটা উপযুক্ত মাঠ। শুরুর দিকে পেসারদের ভালো সুবিধাও পাওয়ার কথা' 

ওপেনিংয়ে থাকছেন লিটন ও তানজিদ। একাদশে ফিরেছেন মাহমুদউল্লাহ। একাদশের বাইরে আছেন নাসুম আহমেদ, মেহেদী হাসান, হাসান মাহমুদ ও তানজিম হাসান।