কানাডায় বিমান বিধ্বস্ত হয়ে নিহত ২ ভারতীয় পাইলট

কানাডায় বিমান বিধ্বস্ত হয়ে নিহত ২ ভারতীয় পাইলট

কানাডায় বিমান বিধ্বস্ত হয়ে নিহত ২ ভারতীয় পাইলট

কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় ভেঙে পড়ল বিমান। দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই ভারতীয় প্রশিক্ষণরত পাইলট।শনিবার ভারতীয় একটি সংবাদমাধ্যম বিষয়টি নিশ্চিত করেছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, নিহতরা মুম্বইয়ের বাসিন্দা। একইসাথে মৃত্যু হয়েছে আরো এক বিমান চালকের। কী কারণে এই ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি।

কানাডা পুলিশ সূত্রের খবর, শনিবার ব্রিটিশ কলম্বিয়ার চিলিওয়াক শহরে বিমান দুর্ঘটনাটি ঘটে। পাইপার পিএ-৩৪ সেনেকা নামে দুই ইঞ্জিন বিশিষ্ট বিমানটি সেখানে ভেঙে পড়ে। এই ঘটনায় মৃত্যু হয়েছে দুই ভারতীয় প্রশিক্ষণরত পাইলটের। মৃত অভয় গাদ্রু এবং যশ বিজয় রামুগড়ে মুম্বাইয়ের বাসিন্দা। এছাড়াও ওই বিমানে অন্য একজন চালকও ছিলেন। প্রাণ হারিয়েছেন তিনিও।

ঘটনার পর এক বিবৃতি পেশ করে কানাডা পুলিশ জানিয়েছে, ‘ঘটনাস্থলটি খতিয়ে দেখা হচ্ছে। এখন পর্যন্ত আর কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এলাকার মানুষদের জন্যও আর কোনো বিপদের আশঙ্কা নেই।’তবে ঠিক কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে তা এখনো জানা যায়নি। কানাডার পরিবহন নিরাপত্তা বোর্ডের তরফ থেকে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। সূত্র : সংবাদ প্রতিদিন