জিয়া হকের কবিতা ‘তবক দেওয়া পানের কবি’

জিয়া হকের কবিতা ‘তবক দেওয়া পানের কবি’

আসাদ চৌধুরী (১১ ফেব্রুয়ারি ১৯৪৩ - ৫ অক্টোবর ২০২৩)

‘তবক দেওয়া পানে’র কবি ওগো আলোর পাখি
‘জলের মধ্যে লেখাজোখা’ প্রেমের মাখামাখি
‘বাতাস যেমন পরিচিত’ ‘কোন অলকার ফুল’
‘রাজার নতুন জামা’ পড়ে তোমাতে মশগুল।

‘মেঘের জুলুম পাখির জুলুম’ ‘সোনার খড়ম’সহ
‘ভালোবাসার কবিতা’তে আকুল গন্ধবহ
‘গর্ব আমার অনেক কিছুর’ আমার কবিতায়
‘কিছু ফল আমি নিভিয়ে দিয়েছি’ মায়াভরা জোসনায়।

‘স্মৃতিসত্তায় যুগলবন্দী’ ‘রজনীকান্ত সেন’
‘যাদের রক্তে মুক্ত এদেশ’ কক্ষণো ভাবছেন
‘বাড়ির কাছে আরশিনগর’ ‘ছয়টি রূপকথা’ই
‘কেশবতী রাজকন্যা’র মতো মুগ্ধতা কোথা পাই।

‘আমেরিকার লোককাহিনি’ ‘মিকালেঞ্জেনো’ আর
‘তোমার জাদুর পরশে পরশে’ ভেগেছে আন্ধকার
‘গ্রামবাংলার আরো গল্প’র মেছাল-উপমা হয়?
তোমার কাব্যে তোমার ছন্দে জাগে মহা বিস্ময়!

তোমার কথায় মন্ত্রমুগ্ধ আবাল-বৃদ্ধ সব
তোমার কথায় অন্ধকারেই আলোকের কলরব
তোমার কথা গান-কবিতায় গোলাপ-গন্ধ পাই
আলেয়ার বুকে তুমি চাঁদ-তারা তোমার উপমা নাই।

তোমার চক্ষে শীতল ঝরনা মুখে মধু-জাদুমাখা
তোমার বক্ষ বিশাল আকাশ হস্ত ইগল-পাখা
তোমার হৃদয়? ভাষা নেই আর অভাগার অভিধানে
আসাদ ভাইয়া তুমি কী মানুষ বিশ্বে সবাই জানে!