করোনা : ২৪ ঘণ্টায় আরো ৩৭ জনের মৃত্যু, শনাক্ত ২৬৯৫

করোনা : ২৪ ঘণ্টায় আরো ৩৭ জনের মৃত্যু, শনাক্ত ২৬৯৫

সংগৃহীত ছবি

বাংলাদেশে ২৪ ঘণ্টায় করোনায় আরো ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৭৪৬ জন। অন্যদিকে একই সময়ে ২ হাজার ৬৯৫ জনের দেহে ভাইরাসটির সংক্রমণ পাওয়া গেছে। এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৫৫ হাজার ১৪০ জন।
আজ বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, ৫০টি ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ১৫ হাজার ১০৩টি । পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৫১০টি। পরীক্ষা করা নমুনার মধ্যে ২ হাজার ৬৯৫ জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া যায়। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৫৫ হাজার ১৪০ জন। এছাড়া গত ২৪ ঘন্টায় করোনায় আরো ৩৭ জনের মৃত্যু হয়। মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৭৪৬ জনে।

তিনি আরো বলেন, ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৪৭০ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১১ হাজার ৫৯০ জন।