১৯৮ লিটার চোলাই মদ জব্দ, আটক ১

১৯৮ লিটার চোলাই মদ জব্দ, আটক ১

প্রতীকী ছবি

খাগড়াছড়ির গুইমারায় চোলাই মদসহ আলমগীর হোসেন (৫০) নামে একজনকে আটক করেছে পুলিশ।

রোববার রাতে গুইমারা বাজারের চেকপোস্টের সামনে থেকে একটি পিকআপ থেকে ৮টি বস্তায় ১৯৮ লিটার চোলাই মদসহ তাকে আটক করা হয়।

আলমগীর লক্ষ্মীপুরের কমলনগর থানার চর মার্টিন ইউনিয়নের মোতালেব মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, কাঁঠাল বোঝাই পিকআপ থেকে বস্তায় রাখা ১৯৮ লিটার জব্দ করা হয়েছে। আটক আলমগীর মদ নিয়ে চট্টগ্রামে যাচ্ছিল। এ সময় পিকআপের চালক পালিয়ে যান।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন জানান, চেকপোস্টে পিকআপ তল্লাশি করে চোলাই মদসহ একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।