জামালপুরে সড়ক দুর্ঘটনায় এক চিকিৎসক নিহত

জামালপুরে সড়ক দুর্ঘটনায় এক চিকিৎসক নিহত

ডা.হাফিজুর রহমান

জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে বালু বুঝাই ট্রাকের ধাক্কায় মটর সাইকেল আরোহী ডা.হাফিজুর রহমান সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। রোববার (৮ অক্টোবর) সকাল ১০টায় মহাসড়কের জয়রামপুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত ডা. হাফিজুর রহমান জামালপুর সদর উপজেলার নান্দিনা সরকারি উপ-স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

তিনি সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের মেষ্টা গ্রামের দুলাল উদ্দিনের ছেলে।

নান্দিনা সরকারি উপ-স্বাস্থ্য কেন্দ্রের সহকারী ডা. এমারত হোসেন জানান, প্রতিদিনের মতো ডা. হাফিজুর রহমান নিজ বাড়ী মেষ্টা থেকে সড়কপথে মটরসাইকেলযোগে নান্দিনায় তার কর্মস্থলে আসছিলেন। জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের জয়রামপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা বালু বোঝাই ট্রাক চাপা দিলে গুরুতর আহত হয়।

খবর পেয়ে জামালপুর থেকে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থল থেকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াহ জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা গেলেও এর চালক পালিয়ে যায়। এখনো থানায় কোন লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।