জাতীয় কুস্তিতে চ্যাম্পিয়ন আনসার

জাতীয় কুস্তিতে চ্যাম্পিয়ন আনসার

ছবিঃ সংগৃহীত।

পল্টন শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে আজ (সোমবার) শেষ হয়েছে ৩৫তম জাতীয় সিনিয়র পুরুষ ও নবম জাতীয় নারী কুস্তি প্রতিযোগিতা। এতে পুরুষ ও নারী দুই বিভাগেই চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার।

১০টি পদকের মধ্যে পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন আনসার জিতেছে ৬টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ৩টি ব্রোঞ্জ। রানার্সআপ বাংলাদেশ সেনাবাহিনী জিতেছে ৩টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ১টি ব্রোঞ্জ পদক। তৃতীয় হয়েছে রাজশাহী জেলা। তারা পেয়েছে ১টি স্বর্ণ পদক।

মেয়েদের বিভাগে চ্যাম্পিয়ন বাংলাদেশ আনসার ৭টি স্বর্ণ, ২টি রৌপ্য ও ১টি ব্রোঞ্জ জিতেছে। রানার্সআপ বাংলাদেশ পুলিশ পেয়েছে ২টি স্বর্ণ ও ৩টি ব্রোঞ্জ। তৃতীয় স্থান পাওয়া বাংলাদেশ সেনাবাহিনী ১টি স্বর্ণ, ৭টি রৌপ্য ও ১টি ব্রোঞ্জ জিতেছে।

খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ আনসারের পরিচালক (ক্রীড়া) জিয়াউল হাসান। উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যামেচার রেসলিং ফেডারেশনের সাধারণ সম্পাদক তাবিউর রহমান পালোয়ান, যুগ্ম সম্পাদক মেজবাহ উদ্দিন আজাদ, আনসার কর্মকর্তা রায়হান ফকির।