ব্রান্ড অব ক্রিকেট খেলেই ইংলিশ বধ করতে চায় বাংলাদেশ

ব্রান্ড অব ক্রিকেট খেলেই ইংলিশ বধ করতে চায় বাংলাদেশ

ফাইল ছবি

জয় দিয়েই ভারত বিশ্বকাপ সূচনা করেছে বাংলাদেশ। এবার টানা দ্বিতীয় জয়ের খোঁজে টাইগাররা। প্রতিপক্ষ যদিও বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড, তবে ঘাবড়াচ্ছেন না সাকিব-মুশফিকরা। ‘ব্রান্ড অব ক্রিকেট’ দিয়েই দমিয়ে দিতে চায় থ্রি লায়ন্সদের, খেলতে চায় আক্রমণাত্মক মনোভাব নিয়েই।

মঙ্গলবার ইংল্যান্ডের বিপক্ষে মঙ্গলবার মাঠে নামবে বাংলাদেশ। সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ ‘ব্রান্ড অফ ক্রিকেট’ খেলার ইচ্ছে প্রকাশ করে বলে, ‘খুব গুরুত্বপূর্ণ হলো আমাদের ব্র্যান্ড অব ক্রিকেট খেলা- অ্যাপ্রোচ ও বডি ল্যাংগুয়েজ দিয়ে। আমাদের একই মানসিকতা ও একই লক্ষ্য নিয়ে আগাতে হবে। তো যদি আমরা আমাদের ব্র্যান্ড অব ক্রিকেটটা খেলতে পারি তবে জেতার ও সফল হওয়ার সুযোগ থাকবে।’

বাংলাদেশ দলের বড় চিন্তার কারণ টপ-অর্ডার। বিশেষ করে লিটন দাসের রান না পাওয়া ভাবাচ্ছে সমর্থকদের। তবে হেরাথ মনে করেন, এটা স্বাভাবিক প্রতিক্রিয়া। অন্য সবার মতোই খারাপ সময়ের মাঝ দিয়ে যাচ্ছেন তিনি।

একই সাথে হেরাথের দাবি, খুব দ্রুতই ছন্দ ফিরে পাবে এই ব্যাটার।

হেরাথ বলেন, ‘আমাদের সবাইকে হয়তো কঠিন উইকেটের মধ্যে দিয়ে যেতে হতে পারে। শক্তিশালীভাবে কিভাবে ফিরে আসতে পারি সেটাই দেখার অপেক্ষা। আমি নিশ্চিত, লিটন শক্তিশালী হয়ে ফেরত আসবে।’

তবে ইংল্যান্ডের মতো দলের বিপক্ষে ব্যাটারদের ভালো করাই হবে বড় চ্যালেঞ্জ, এমনটা উল্লেখ করে হেরাথ বলেন, ‘আমাদের ভালো ব্যাটিং করতে হলে বড় একটা জুটি গড়তে হবে। এটাই আমাদের মূল্য লক্ষ্য। আমরা যদি সঠিক একটা জুটি গড়তে পারি আমরা বড় একটা স্কোর গড়তে পারব।’