ইংল্যান্ডের কাছে বড় হারের পর জরিমানাও গুনল বাংলাদেশ

ইংল্যান্ডের কাছে বড় হারের পর জরিমানাও গুনল বাংলাদেশ

সংগৃহীত

সব কিছুই যেন বাংলাদেশের ফেভারে ছিল। স্লো উইকেট। ধর্মশালার এই মাঠে জয়ের অভিজ্ঞতা। এমনকি টস জিতে বাংলাদেশের কাজটা আরও সহজ হয়ে গিয়েছিল। কিন্তু সমস্যা এক জায়গাতেই ‘মনস্তাত্ত্বিক’! প্রতিপক্ষ বিশ্ব চ্যাম্পিয়ন- এই ভয়টাই যেন বাংলাদেশ দলকে গ্রাস করেছিল।

না বোলিং না ব্যাটিং, না ফিল্ডিং- কোনো বিভাগেই নিজেদের মেলে ধরতে পারলেন না বাংলাদেশের ক্রিকেটাররা। ইংল্যান্ড প্রথমে ব্যাট করে ৩৬৪ রান করে। আর বাংলাদেশের ইনিংস গুটিয়ে যায় মাত্র ২২৭ রানেই। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারার পর এমন আগ্রাসী জয়ে বিশ্ব চ্যাম্পিয়নরা যেন আত্মবিশ্বাস ফিরে পেল।

ইংল্যান্ডের বিপক্ষে মঙ্গলবার (১০ অক্টোবর) ১৩৭ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এমন লজ্জাজনক হারের পর জরিমানাও গুনতে হয়েছে টাইগারদের। স্লো ওভার রেটের কারণে ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা দিতে হয়েছে সাকিব বাহিনীকে। নির্ধারিত সময়ে বোলিং ইনিংস শেষ করতে না পারায় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি বাংলাদেশকে জরিমানা করে। সেই সিদ্ধান্ত সাকিব মেনে নেন। ফলে আর কোনো শুনানির প্রয়োজন পড়েনি।