৪২ রানে ১০ উইকেট হারানোর যে ব্যাখ্যা দিলেন সৌম্য

৪২ রানে ১০ উইকেট হারানোর যে ব্যাখ্যা দিলেন সৌম্য

ছবি:সংগৃহীত

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচেও জিম্বাবুয়েকে ৫ রানে হারিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। শুরুতে ব্যাট করে সফরকারী জিম্বাবুয়েকে ১৪৪ রানের টার্গেট দিয়েছিল স্বাগতিক বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ১৯ ওভার ৪ বলে ১৩৮ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। 

তবে টাইগারদের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ব্যাটিং অর্ডারেে ধস। ব্যাট হাতে শুরুতে সৌম্য সরকার ও তানজীদ হাসান তামিম মিলে ১০১ রানের জুটি গড়েন। তবে এরপর মাত্র ৪২ রানেই ১০ উইকেট হারায় বাংলাদেশ। এর পিছনে উইকেটের চরিত্র বদলকে কারণ হিসেবে দেখছেন সৌম্য।

ম্যাচ শেষে ৪২ রানে ১০ উইকেট হারানোর ব্যাখায় সৌম্য বলেন, ' প্রথম দিকে আমি আর তামিম যখন ব্যাট করছিলাম নতুন বলে একটু ভালো ছিল। বলটা ব্যাটে আসতেছিল। হঠাৎ বলটা একটু পুরোনো হওয়ার পর একটু ডাবল পেস, একটু আপস এন্ড ডাউন করছিল। প্রথম দিকে হয়তো সবাই একটু ভুল করেছে এটা বুঝতে ভুল করেছে যে...আমরা বলছি প্রথমে আমাদের দেখে যেমন মনে হয়েছিল উইকেট ১৭০-১৮০ এর; সাডেন যখন বলটা একটু পুরোনো হয়েছে। বলটা তখন একটু আপস এন্ড ডাউন স্লো হচ্ছিল। এটা হয়তো সবাই একটু আর্লি গিয়ে অ্যাটাকিংয়ে চলে গেছে, এটা হয়তো মিস্টেক করেছে আমার মনে হয়েছে।'