যাত্রী সংকটে বিমানের আরো ২ দিনের ফ্লাইট বাতিল

যাত্রী সংকটে বিমানের আরো ২ দিনের ফ্লাইট বাতিল

ছবি:সংগৃহীত

যাত্রী সংকটের কারণে আগামী রোববার ও সোমবারও অভ্যন্তরীণ রুটে ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এ নিয়ে টানা সাতদিনের ফ্লাইট বাতিল করলো রাষ্ট্রায়ত্তে এ এয়ারলাইন্সটি। আজ বিমানের একটি সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে। সূত্রটি জানায়, যাত্রী সংকটের কারণে সামনের দু’দিনের ফ্লাইটও বাতিল করতে বাধ্য হয়েছে এয়ারলাইন্সটি।

আজ শনিবার বিমানের একটি চার্টার্ড ফ্লাইট মালদ্বীপে পাঠানো হয়েছে। সেটি ওই দ্বীপরাষ্ট্রে থাকা বাংলাদেশিদের নিয়ে আসবে।
করোনা ভাইরাসের কারণে দীর্ঘ ৬৯ দিন বন্ধ থাকার পর অভ্যন্তরীণ তিন রুটে গত ১লা জুন ফ্লাইট চলাচল শুরু করে বিমান। তবে ফ্লাইট চালুর দ্বিতীয় দিন ২রা জুন ও তৃতীয় দিন ৩রা জুন যাত্রী সংকটের কারণে কোনো ফ্লাইট পরিচালনা করতে পারেনি বিমান। ৪ঠা জুন টানা তিন দিনের ফ্লাইট বাতিলের ঘোষণা দেয় সংস্থাটি।

সর্বশেষ গত ৪ঠা জুন জানানো হয়, ৫ ও ৬ জুনের সব শিডিউল ফ্লাইট বাতিল করা হয়েছে। আজ জানানো হলো আগামী দু’দিনের ফ্লাইট বাতিলের কথা। যদিও বিমানের রুটগুলোতেই যাত্রী নিয়ে চলাচল করছে বেসরকারি ইউএস-বাংলা এয়ারলাইন্স ও নভোএয়ারের ফ্লাইট।