মদকাণ্ডে পাঁচ ফুটবলারকে পাঁচরকম শাস্তি দিলো বসুন্ধরা কিংস

মদকাণ্ডে পাঁচ ফুটবলারকে পাঁচরকম শাস্তি দিলো বসুন্ধরা কিংস

ছবিঃ সংগৃহীত।

এএফসি কাপ খেলে মালদ্বীপ থেকে ফেরার সময় ৬৪ বোতল মদ এনে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমসের হাতে ধরা পরা ৫ ফুটবলারের বিরুদ্ধে চূড়ান্ত শাস্তিমূলক সিদ্ধান্ত নিয়েছে বসুন্ধরা কিংস।

এতে ৫ ফুটবলারকে পাঁচরকম শাস্তি দিয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের চারবারের চ্যাম্পিয়ন দলটি। এর মধ্যে অ্যাটাকিং মিডফিল্ডার শেখ মোরসালিন ও ডিফেন্ডার রিমন হোসেনকে শুধুমাত্র জরিমানা করেছে। মোরসালিনকে ১ লাখ ও রিমনকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

তপু বর্মনকে ১ লাখ টাকা জরিমানার পাশাপাশি ৩১ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে। গোলরক্ষক আনিসুর রহমান জিকোকে কোনো জরিমানা না করে আগামী বছর ৩১ মার্চ পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে। তৌহিদুল আলম সবুজকে ২০২৩-২০২৪ মৌসুমের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

 

মদকাণ্ড ধরা পরার পর কিংস কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে ৫ ফুটবলারকে সাময়িক নিষিদ্ধ করেছিল। এর পর পুরো ঘটনা তদন্ত করে এই সিদ্ধান্ত নিয়েছে ক্লাবটি।

ফুটবলারদের শাস্তি প্রদানের পাশাপাশি দলের সাথে গমনকারী অফিসিয়ালদের আরো অধিকতর সতর্কতার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছে ক্লাবটি।