এখানে কেউ বসে থাকতে আসেনি: শান্ত

এখানে কেউ বসে থাকতে আসেনি: শান্ত

ছবিঃ সংগৃহীত।

শেষ চার ওয়ানডে থেকে ১৪, ১৯, ৬, ১৯ রানের ওপেনিং জুটিতে রান এসেছে বাংলাদেশের। অভিজ্ঞ তামিম ইকবাল না থাকায় বিশ্বকাপে কিছুটা খেই হারিয়েছে বাংলাদেশের ওপেনিং জুটি।

 

তবে বাজে শুরু থাকলেও ওপেনিং নিয়ে চিন্তিত নন টপ অর্ডার ব্যাটার নাজমুল হোসেন শান্ত। নিউজিল্যান্ডের বিপক্ষে আবার জয়ের ধারায় ফিরতে বদ্ধপরিকর তিনি।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এসে শান্ত বলেন, ‘আমার মনে হয় আমরা ওপেনিং নিয়ে চিন্তিত নই। যারা ওপেনিংয়ে ব্যাটিং করছে তারা ভালো প্রস্তুতি নিয়েই দলেই সুযোগ পেয়েছে। ১-২টা ভালো ইনিংস তাদেরকে আরো আত্মবিশ্বাস যোগাবে।’

 

ইংল্যান্ডের বিপক্ষে ১৩৭ রানে ধরাশায়ী হয় বাংলাদেশ যেখানে টপ অর্ডারের পারফরম্যান্স ছিল হতাশাজনক। শান্ত বলেন, ‘এখানে কেউ বসে থাকতে আসেনি। এমন না যে কেউ নিজের সেরাটা দিতে চায় না। সবাই চেষ্টা করছে এবং আশা করছি সামনের ম্যাচে কিছু ভালো ইনিংস দেখতে পাবো।’

নতুন বলে প্রতি ম্যাচেই খেই হারাচ্ছে বাংলাদেশি ব্যাটাররা। এটাকেই মূল চ্যালেঞ্জ দেখছেন শান্ত। ‘অবশ্যই নতুন বলের মুখোমুখি হওয়াটা চ্যালেঞ্জিং। পাশাপাশি ম্যাচের প্রতিটা পরিস্থিতিই চ্যালেঞ্জিং। আমরা যদি ভালো শুরু পাই তাহলে সেটি বেশ ভালো আমাদের জন্য। কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে ২-৩টি উইকেট পড়ে যাওয়ার পর কীভাবে আমরা ফিরে আসতে পারি সেটি।’

অনেক ক্ষেত্রেই দেখা যায় বিপক্ষ দল ৩০০ এর বেশি রান করলে বাংলাদেশ সেটির চাপ সামলাতে না পেরে কম রানেই অলআউট হয়ে যাচ্ছে। শান্ত এদিকটায় নজর রেখে বলেন, ‘আমাদের মনে রাখতে হবে, আমরা কখনো কম রানে আউট হবো না। যদি আমরা শুরুতে দ্রুত উইকেট হারাই তবুও না। কীভাবে ম্যাচে ফিরে আসা যায় সেটাই গুরুত্বপূর্ণ। ভালো শুরু সবসময়ই দলের জন্য স্বস্তিদায়ক। ’