নকল-মেয়াদোত্তীর্ণ পণ্য, ৭৩ প্রতিষ্ঠানকে চার লাখ টাকা জরিমানা

নকল-মেয়াদোত্তীর্ণ পণ্য, ৭৩ প্রতিষ্ঠানকে চার লাখ টাকা জরিমানা

ছবিঃ সংগৃহীত।

ভেজাল ও নকল পণ্য, বিদেশি অবৈধ পণ্য, নিষিদ্ধ কসমেটিকস, অনুনোমোদিত শিশুখাদ্য, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও বেশি দামে ওষুধ বিক্রির দায়ে ৭৩ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

 

বৃহস্পতিবার ঢাকাসহ সারাদেশের ৪৮টি বাজারে অভিযান চালানো হয়। ঢাকা মহানগরীতে অধিদপ্তরের তিনটি টিম অভিযান পরিচালনা করে।

এছাড়া অন্যান্য বিভাগীয় শহরসহ দেশের মোট ৪১টি জেলায় একযোগে এ অভিযান পরিচালিত হয়।

সারাদেশে ৪৩টি টিম অভিযান চালিয়ে ৭৩টি প্রতিষ্ঠানকে মোট ৪ লাখ ২৮ হাজার ৫০০ টাকা জরিমানা করে।