নাগেশ্বরীতে পৃথক অভিযানে গাঁজা ও ফেনসিডিল উদ্ধার

নাগেশ্বরীতে পৃথক অভিযানে গাঁজা ও ফেনসিডিল উদ্ধার

ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের নাগেশ্বরীতে পৃথক অভিযানে ১ মণ গাজা ও ২০২ বোতল ফেনসিডিলসহ ২ জন করাবারিকে আটক করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত দুটি অটোরিকশা আটক করা হয়।

শুক্রবার (১৩ অক্টোবর) দুপুরে দুই মাদক কারবারির নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে নাগেশ্বরী পৌরসভার আশারমোড় এলাকার নাখারগঞ্জ সড়ক থেকে ২০২ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে আটক করা হয়। আটক মাদক কারবারি ভূরুঙ্গামারী উপজেলার ছোট খাটামারী গ্রামের মোহাম্মদ আলীর ছেলে ওসমান আলী।

অপরদিকে উপজেলার সুখাতি এলাকার ভাটার মোড় থেকে দুটি অটোরিকশা থেকে ১ মণ গাঁজা উদ্ধার করে পুলিশ। এ সময় এক মাদক কারবারি পালিয়ে গেলেও রুহুল আমিন উকিল নামের একজন মাদক কারবারিকে আটক করে পুলিশ। আটক মাদক কারবারি ফুলবাড়ী উপজেলার কদমতলা মন্ডলটারী গ্রামের মৃত্যু আনসার আলীর সন্তান।

পরে দুই মাদক কারবারির নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে শুক্রবার দুপুরে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।